• করোনা ভাইরাস নিউজ

    ভিবিডি ঠাকুরগাঁওয়ের ‘মাস্ক পরি, নিরাপদে থাকি’ ইভেন্ট অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২১ , ১০:০৫:৫০ অনলাইন সংস্করণ

    ঠাকুরগাঁও থেকে মাহমুদ আহসান হাবিব: জাগো ফাউন্ডেশন-এর অন্তর্ভুক্ত স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশের ঠাকুরগাঁও কমিটি (ভিবিডি ঠাকুরগাঁও) ‘মাস্ক পরি, নিরাপদে থাকি’ নামে একটি জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ৩টি টিমে ভাগ হয়ে ঠাকুরগাঁওয়ের ৩টি পয়েন্টে এবং বিকাল সাড়ে ৩টায় ঠাকুরগাঁওয়ের অপর একটি পয়েন্টে ঘন্টাব্যাপী এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

    এসময় ভিবিডি সদস্যরা সামাজিক দুরত্ব বজায় রেখে করোনা প্রতিরোধে ও মাস্ক পড়ার উপকারীর বিষয়ে পথচারীদের মাঝে জনচেতনতামূলক দিকনির্দেশনা দেয়। সদস্যরা বিভিন্ন জনসচেতনতামূলক প্ল্যাকার্ড নিয়ে জনসাধারণকে মাস্ক পড়তে উৎসাহিত করেন। অনেক পথচারী চলাচলের ফাঁকে থেমে ভলান্টিয়ারদের জনচেতনতামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

    ভিবিডি ঠাকুরগাঁওয়ের সদস্যরা জানান, জনসাধারণের মাঝে সচেতনা ছড়িয়ে দিতে এরকম ক্যাম্পেইন ভিবিডি ঠাকুরগাঁও অব্যাহত রাখবে। সেই সাথে সকলকেই নিজে থেকে করোনাভাইরাসের ভয়াবহতা নিয়ে সজাগ থেকে মাস্ক পরিধান করতে হবে।

    এসময় ভিবিডি ঠাকুরগাঁওয়ের সভাপতি নির্ণয় চৌধুরী, সহ-সভাপতি আতিয়া হুমায়রা মিমি, সাধারণ সম্পাদক এস. এম. মনিরুজ্জামান মিলন, ট্রেজারার সুনেহরা সানাম সিদ্দিকী তানাজ, প্রজেক্ট অফিসার আসাদুজ্জামান, পাবলিক রিলেশন অফিসার তানভীর আহমেদ রিপন এবং হিউম্যান রিসোর্স অফিসার আব্দুল্লাহ আল মামুন জাইফসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content