• মাদকদ্রব্য উদ্ধার/আটক

    সিলেটের জালালাবাদ থানাধীন শিবের বাজার পুলিশ কর্তৃক ৩৩ কাটুন ভারতীয় তৈরী বিড়ি উদ্ধার

      প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২১ , ৪:২২:০৭ অনলাইন সংস্করণ

    ভাটি বাংলা ডেস্ক।। জালালাবাদ থানাধীন শিবের বাজার পুলিশ কর্তৃক ৩৩ (তেত্রিশ) প্যাকেট (কাটুন) ভারতীয় তৈরী বিড়ি উদ্ধার করা হয়েছে।

    অদ্য ১৪/০১/২০২১ খ্রিঃ তারিখ এসআই(নিরস্ত্র) মোঃ জোবায়েদ খান, ইনচার্জ, শিবের বাজার পুলিশ ফাঁড়ি, এএসআই(নিরস্ত্র) আজিজুল হক ও সঙ্গীয় ফোর্স সহ জালালাবাদ থানাধীন শিবের বাজার ফাঁড়ি এলাকায় অভিযান পরিচালনাকালে রাত অনুমান ০১:৫০ ঘটিকার সময় সংবাদ পান যে, জালালাবাদ থানাধীন নলকট সাকিনস্থ বাদাঘাট মেরিন একাডেমির সামনে কতিপয় ব্যক্তি ভারতীয় তৈরী আমদানী নিষিদ্ধ নাছিরুদ্দিন বিড়ি বিক্রয় করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে বাদী বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষেকে অবগত করিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হইলে অজ্ঞাতনামা ৩/৪ জন আসামী পুলিশের উপস্থিতিতে টের পাইয়া দৌড়ে ঘটনাস্থল হইতে পালাইয়া যায়। তখন পুলিশ উপস্থিত সাক্ষীদের সম্মুখে ঘটনাস্থল হইতে ১। একটি কাঠের তৈরী নৌকা, যাহা লম্বায় অনুমান ৩০ হাত, যাহাতে শ্যালো মেশিন সংযুক্ত আছে। শ্যালো মেশিনের গায়ে ইংরেজীতে খোদাই করা CHNGCHAI লেখা আছে, স্টীলের পাতে ইংরেজীতে 25HP লেখা আছে, ২। মোট ৩৩(তেত্রিশ) প্যাকেট (কাটুন) ভারতীয় তৈরী বিড়ি, যাহার প্রতিটির ভিতর ১৪(চৌদ্দ) বান করিয়া একেক প্যাকেটে ৭০০০ শলাকা সর্বমোট (৭০০০×৩৩)= ২৩১০০০/-(দুই লক্ষ একত্রিশ হাজার) শলাকা বিড়ি, যাহার প্যাকেটের গায়ে শেখ নাছিরুদ্দিন ১৪নং বিড়ি ও হিন্দি ভাষায় বিভিন্ন লেখা রহিয়াছে। উদ্ধারকৃত বিড়ির বাজার মূল্য অনুমান(২৩১০০০×১/-) =২,৩১,০০০/-(দুইলক্ষ একত্রিশ হাজার) টাকা উদ্ধারপূর্বক ইংরেজী ১৪/০১/২০২১ খ্রিঃ তারিখ ০২:৩০ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করেন। পরবর্তীতে এই সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ জোবায়েদ খাঁন বাদী হইয়া পলাতক অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করিলে জালালাবাদ থানার মামলা নং-১৫, তাং-১৫/০১/২০২১ খ্রিঃ, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ই রুজু করা হয়। বিষয়টি জনাব মোঃ নাজমুল হুদা খাঁন, অফিসার ইনচার্জ, জালালাবাদ থানা, এসএমপি, সিলেট নিশ্চিত করেন।

    আরও খবর

    Sponsered content