• গ্রেফতার/আটক

    দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে চোরাইকৃত সিএনজি গাড়ী উদ্ধার, গ্রেফতার-২

      প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২১ , ১২:৪৬:৫৬ অনলাইন সংস্করণ

    ভাটি বাংলা ডেস্ক।। দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে চোরাইকৃত সিএনজি গাড়ী উদ্ধার ও ০২ জন আসামি গ্রেফতার করা হয়েছে।

    গত ১৮/১২/২০২০খ্রি: তারিখ বেলা অনুমান ০১:১৫ ঘটিকার সময় সিএনজি ড্রাইভার দুলাল মিয়া (৪০) দক্ষিণ সুরমা থানাধীন বেটুয়ারমুখ জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর বাদীর ON TEST সিএনজি গাড়ী যাহার চেচিস নং-২৭৪৩০, ইঞ্জিন নং- ০৪৭৪৩ রাখিয়া বেটুয়ারমুখ জামে মসজিদে নামাজ পড়ার সময় অজ্ঞাতনামা চোর/চোরেরা গাড়ীটি চুরি করিয়া নিয়া যায় মর্মে বাদী মোঃ শরীফ আলী (৩০) থানায় অভিযোগ দায়ের করিলে দক্ষিণ সুরমা থানার মামলা নং-০৯, তাং-১২/০১/২০২১খ্রিঃ, ধারা-৩৭৯ পেনাল কোড রুজু হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী অফিসার এসআই(নি:)/মো: সাইদুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গত ১২/০১/২০২১খ্রিঃ তারিখ বিকাল অনুমান ১৭:৩৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি জালালাবাদ থানাধীন ৮নং কান্দিরগাঁও ইউনিয়নের জাঙ্গাইল পয়েন্টের বাম পার্শ্বে পশ্চিম দক্ষিণ দিকে আলীম পেইন্টিং এর ডেন্টিং মিস্ত্রি আমির হোসেনের ওয়ার্কসপ হইতে উক্ত সিএনজি গাড়ীটি উদ্ধার পূর্বক আসামী ১। রুমন আহমদ (২০) পিতা-মোঃ সালিক আহমদ, সাং-বেটুয়ারমুখ, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট গ্রেফতার করা হয়। গ্রেফতার পরবর্তী জিজ্ঞাসাবাদে আসামী রুমন আহমদ (২০) তাহার সহিত জড়িত আসামী মোঃ আমির হোসেন (২২) পিতা-মৃত জাহাঙ্গীর আলম, সাং-পশ্চিম জাঙ্গাইল, থানা-জালালাবাদ, জেলা-সিলেট এর নাম-ঠিকানা প্রকাশ করে। ঘটনায় জড়িত আসামী রুমন আহমদ (২০) এর দেওয়া তথ্য মতে ২নং আসামী মোঃ আমির হোসেন (২২) কে ১৩/০১/২০২১খ্রিঃ তারিখ সকাল ১০:০৫ ঘটিকায় কৌশলে গ্রেফতার করতঃ জিজ্ঞাসাবাদ করিলে সেও ঘটনার সহিত জড়িত মর্মে স্বীকার করে। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content