প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০১৯ , ৫:৫৬:৪৪ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরের খেওয়া নৌকায় পারাপারের সময় কুশিয়ারা নদীতে পড়ে গয়াছ মিয়া(২৫) নামক এক যুবক মৃত্যু বরন করেছে বলে জানা গেছে ।
স্থানীয় একাধিক সূত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন এর অন্তর্ভুক্ত রসুলপুর গ্রাম নিবাসী মোঃ আসকন মিয়ার ছেলে মোঃ গয়াছ মিয়া (২৫) সোমবার (৯ই ডিসেম্বর) দুপুরে উপজেলার প্রাচীনতম ব্যবসা কেন্দ্র রানীগঞ্জ বাজারে পরিবারের জন্য খরচ করতে আসছিল।
এসময় রানীগঞ্জ দক্ষিণ পাড় থেকে উত্তর পাড়ে খেওয়া নৌকা করে বাজারে আসার সময় নৌকায় উঠার সাথে সাথে মৃগী রোগে জোড় দিলে পানিতে পড়ে আহত হয়। তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। স্থানীয় একাধিক ব্যাক্তি সহ ইউপি সদস্য আবুল হোসেন জানান, সে দীর্ঘ দিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিল। দুপুরে খেওয়া নৌকা পাড়াপারের সময় পানিতে পড়ে মৃত্যু বরণ করেছে।