• লিড

    শাবানা (১২) নামের একটি মেয়ে সিলেট ভিকটিম সাপোর্ট সেন্টারেঃ অভিভাবকের সন্ধান চায় পুলিশ

      প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২১ , ১০:৫৩:২৭ অনলাইন সংস্করণ

    ভাটি বাংলা ডেস্ক।।  শাবানা (১২) নামে একটি মেয়ে পাওয়া গেছে, থাকে সিলেটের ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপত্তার স্বার্থে রাখা হয়েছে, অভিভাবকের সন্ধান চায় পুলিশ।

    সিলেট মেট্রোপলিটন পুলিশের পেইজের তথ্যমতে  ৫/০১/২০২১খ্রি: রাত অনুমান ০৮.৩০ ঘটিকার সময় জনৈক ইকবাল হোসেন(২৫) অত্র দক্ষিণ সুরমা থানাধীন সিলাম চকের বাজারস্থ জনৈক কয়েছ মিয়ার ভাতের হোটেলের সামনে রাস্তার উপর অনুমান ১২ বছরের একজন মেয়েকে একা ঘোরাঘুরি করিতেছে দেখিতে পাইয়া নিরাপত্তার স্বার্থে তাহাকে দক্ষিণ সুরমা থানায় নিয়া আসেন। ভিকটিম কে তাহার নাম-ঠিকানা জিজ্ঞাসা করিলে, সে তাহার নাম-শাবানা (১২), পিতা-জসিম উদ্দিন, সাং-খিদিরপুর, চকবাজার, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ বলিয়া জানাইলেও একেক সময় একেক কথা বলে। ভিকটিমের কোন আত্মীয় স্বজনের সন্ধান না পাওয়ায় নিরাপত্তার স্বার্থে ভিকটিমকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।

    ভিকটিমের অভিভাবক বা আত্মীয়-স্বজনের সন্ধানে দক্ষিণ সুরমা থানা পুলিশের চেষ্টা অব্যাহত আছে। ভিকটিম সম্পর্কে সহায়তাদানে দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট (ডিউটি অফিসার মোবা-০১৩২০-০৬৭৬৯৩) এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।

    আরও খবর

    Sponsered content