• মাদকদ্রব্য উদ্ধার/আটক

    সিলেটে গোয়েন্দা পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

      প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২১ , ১০:০০:২৬ অনলাইন সংস্করণ

    ভাটি বাংলা ডেস্ক।। সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৭০ (সত্তর) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ি গ্রেফতার করা হয়েছে।
    গতকাল ০৪/০১/২০২১খ্রিঃ অনুমান ২০:৩০ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের সহকারি পুলিশ কমিশনার জনাব মোঃ মাইন উদ্দিন খান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ (রহ.) থানাধীন বিআইডিসি, খাদিমপাড়া বহর আবাসিক এলাকাস্থ তিন ভাই রেষ্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। মো. আব্দুর রহিম হাজারী (৩৮), পিতা- মৃত সোলেমান হাজারী (মেম্বার), সাং- বহর আবাসিক এলাকা, ০৪নং খাদিমপাড়া ইউনিয়ন, থানা- শাহপরাণ (রহ.) জেলা- সিলেট নামীয় এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজত হতে ৭০ (সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ধৃত আসামী পেশাগত মাদক ব্যবসায়ি এবং সে সিলেট জেলার সীমান্ত এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সরবরাহ করে ঘটনাস্থল এলাকা সহ আশপাশ এলাকার মাদক সেবীদের নিকট খুচরা দরে বিক্রি করে থাকে।
    এছাড়া সিডিএমএস পর্যালোচনা করে দেখ যায় যে, ধৃত আসামী এর বিরুদ্ধে  ১। এসএমপি এর শাহপরাণ (রঃ) থানার এফ আই আর নং-১৯/১১৮, তারিখ- ১৯ জুন, ২০১৯; জি আর নং-১১৮/২০১৯, তারিখ- ১৯ জুন, ২০১৯; সময় ১৬:০৫ ঘটিকা। ধারা- ৩৬(১) এর ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; এই মামলাটি রয়েছে।
    উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
    সূত্রঃ এসএমপি পেইজ থেকে নেওয়া।

    আরও খবর

    Sponsered content