• সভা/সেমিনার

    আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে সুনামগঞ্জে র‍্যালী ও আলোচনা সভা

      প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০১৯ , ৫:১০:৪৯ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি:- আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে সুনামগঞ্জে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    আজ সোমবার দুপুরে মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ এমরান হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ আবু তারেক, মহিলা বিষয়ক কর্মকর্তা জাকরিয়া প্রমুখ।
    বক্তারা বলেন দেশে এখন নারীরা এগিয়ে যাচ্ছে। নারী নির্যাতন প্রতিরোধে নারীদের পাশাপাশি পুরুষদের এগিয়ে আসতে হবে। বেগম রোকেয়া দিবসে নারীদের এগিয়ে আসার শপত নিতে হবে।

    আরও খবর

    Sponsered content