• গ্রেফতার/আটক

    সিলেটে শ্বাসরুদ্ধকর অভিযানে কুখ্যাত ডাকাত বাবুল বিশ্বাস প্রকাশ জাম্প বাবুল গ্রেফতার

      প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২০ , ৭:১৫:০২ অনলাইন সংস্করণ

    ভাটি বাংলা ডেস্ক।। সিলেটে শ্বাসরুদ্ধকর অভিযানে কুখ্যাত ডাকাত বাবুল বিশ্বাস প্রকাশ জাম্প বাবুল (৩৫) কে গ্রেফতার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
    গত ১৩/১২/২০২০খ্রিঃ দিবাগত রাত ০২:০০ ঘটিকায় তেতলী ইউনিয়নের বলদী গ্রামস্থ সাবেক চেয়ারম্যান ময়নুল ইসলামের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। উক্ত ডাকাতির ঘটনায় ১৯/১২/২০২০ তারিখ শ্বাসরুদ্ধকর এক অভিযান পরিচালনা করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই/রাজীব কুমার রায়, এসআই/বিষ্ণুপদ রায়, এসআই/স্নেহাশীষ পৈত্য ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকশ দল কুখ্যাত ডাকাত বাবুল বিশ্বাস’কে গ্রেফতারের লক্ষ্যে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় তার গতিবিধি দীর্ঘ অনুসরণ করে অবশেষে এসএমপি’র মোগলাবাজার থানাধীন কুচাই এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় ।
    গ্রেফতারকৃত ডাকাত বাবুল বিশ্বাস (৩৫) পিতা- মৃত ক্ষিতিশ বিশ্বাস, সাং- রঘুরাশি, ২নং বিরশ্রী ইউ/পি, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট একাধিক ডাকাতি মামলার আসামী। তার বিরুদ্ধে বর্তমানে ১। সিলেট জেলার জকিগঞ্জ থানার মামলা নং-১৩ তাং-১৮/০৩/২০১৫ খ্রিঃ ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড,
    ২। সিলেট জেলার জকিগঞ্জ থানার মামলা নং-১৬ তাং-২৬/১২/২০১৪খ্রিঃ ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড,
    ৩। সিলেট জেলার গোলাপগঞ্জ থানার মামলা নং-১৬ তাং-১৯/০৩/২০১৪খ্রিঃ ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড,
    ৪। সিলেট জেলার জকিগঞ্জ থানার মামলা নং-১৪ তাং- ১৯/০৩/২০১৫খ্রিঃ ধারা- ২২৪ পেনাল কোড বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
    গ্রেফতারকৃত কুখ্যাত বাবুল ডাকাত’কে জকিগঞ্জ থানা পুলিশ ২০১৫ খ্রিষ্টাব্দে গ্রেফতার করলে সে জকিগঞ্জ থানা ভবনের উপর থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময়ে তার ডান হাত ও ডান পা ভেঙ্গে যাবার কারণে সে পালাতে পারেনি। সর্বশেষ গত ১৩/১২/২০২০ খ্রিঃ তার সহযোগী কুখ্যাত ডাকাত শিপন হাজারী গং সহ ৭/৮ জনের একটি দল তেতলী ইউনিয়নের বলদী গ্রামস্থ সাবেক চেয়ারম্যান ময়নুল ইসলাম এর বাড়ীতে ডাকাতির জন্য হানা দেয়। বাড়ীর লোকজনের সাহসিকতায় স্থানীয় জনতা প্রতিরোধ গড়ে তুললে ডাকাত দল। এ সময় তারা একটি রুপার চেইন, এক জোড়া স্বর্ণের রিং ও ২টি মোবাইল সেট লুন্ঠন করে এবং মোঃ ইছহাক নামে একজনকে আহত করে। ডাকাত বাবুল বিশ্বাস লাফ দিয়ে পালানোর কালে তার বাম পায়ে আঘাত পায় বলে জানায়। ইতোমধ্যে তার সহযোগী কুখ্যাত ডাকাত শিপন হাজারী গ্রেফতার হয়েছে। অন্যান্য ডাকাতদেরকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। গ্রেফতারকৃত কুখ্যাত ডাকাত বাবুল বিশ্বাস তেতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ময়নুল ইসলামের বাড়ীর ডাকাতির ঘটনা স্বীকার করেছে।
    তাহাকে অদ্য ১৯/১২/২০২০ খ্রিঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে, সে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আমলী আদালত-২, সিলেট জনাবা শারমীন সুলতানা নীলা এর আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। ডাকাত গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
    বিষয়টি নিশ্চিত করেছেন আখতার হোসেন, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।

    আরও খবর

    Sponsered content