• সংগঠন সংবাদ

    জগন্নাথপুরে কলকলিয়া বাজার বণিক সমিতির নির্বাচনে হারুন, ফখরুল ও মনসুর বিজয়ী

      প্রতিনিধি ১৯ ডিসেম্বর ২০২০ , ১:৪৮:০৬ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ কলকলিয়া বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মোঃ হারুন মিয়া,সাধারন সম্পাদক পদে মোঃ ফখরুল ইসলাম ও কোষাধ্যক্ষ পদে মোঃ মনসুর মিয়া বিজয়ী হয়েছেন।

    আজ ১৯ শে ডিসেম্বর রোজ শনিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে সভাপতি ও কোষাধ্যক্ষ পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি মোঃ হারুন মিয়া ও কোষাধ্যক্ষ মোঃ মনসুর মিয়া নির্বাচিত হয়েছেন। আর সাধারন সম্পাদক পদে মোঃ ফখরুল ইসলাম ঘড়ি মার্কায় ১৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আজিজুল হক আজিবুল ফুটবল প্রতীকে ৪৮ ভোট পেয়েছেন।
    এব্যাপারে কলকলিয়া বাজার বণিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম বলেন, থানা পুলিশ এর উপস্থিতিতে শান্তি – শৃঙ্খলার মধ্য দিয়ে সুষ্ঠু ও স্বচ্ছ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রার্থীরা সাদরে ফলাফল মেনে নিয়েছেন।

    0Shares

    আরও খবর

    Sponsered content