• নির্বাচন

    উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও ষড়যন্ত্র রুখতে জগ মার্কায় ভোট দিন– মেয়র মোশাররফ মিয়া

      প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২০ , ৭:১৫:৫৫ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার।। সুনামগঞ্জের দিরাই পৌরসভার নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী, দিরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র মোশাররফ মিয়া বলেছেন বর্তমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও ষড়যন্ত্র রুখতে আগামী ২৮ ডিসেম্বর জগ মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করতে হবে।
    আজ রাতে জগ মার্কার সমর্থনে দিরাই পৌরসভার ২নং ওয়ার্ডের নোয়া হাটিতে লোকে লোকারণ্য উঠান বৈঠকে মেয়র মোশাররফ মিয়া আরও বলেন আমার ৫ বছর মেয়াদের মধ্যে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নতুন সড়ক নির্মাণ ও পাকাকরণ এবং পৌরসভার নিজস্ব ভবন নির্মাণ সহ অনেক দৃশ্যমান উন্নয়ন করেছি।
    আমাকে ষড়যন্ত্র করে মেয়র পদে নৌকার মনোনয়ন বঞ্চিত করা হয়েছে।  আজ স্বতন্ত্র জগ মার্কার প্রার্থী হিসেবে আমি মোশাররফ মিয়া আপনাদের কাছে এসেছি।
    আমরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নৌকা কে ভালোবাসী কিন্তু ইয়াবা ও গাঁজা ব্যবসায়ীকে অর্থাৎ কেন্দ্রে ভুল বুঝিয়ে ভুল লোককে নৌকার মাঝি দেওয়া হয়েছে।
    এছাড়াও মোশাররফ মিয়া বলেন ঘাটে বাধা নৌকা যেমন মানুষ ছাড়া চলে না ঠিক তেমনি সঠিক মাঝি ছাড়া নৌকা দিরাই পৌরসভার ভোটাররা গ্রহণ করবেনা।
    আবেগ জড়িত কণ্ঠে মেয়র মোশাররফ মিয়া বলেন আমাকে মাইনাস করার জন্যে ১৮ মাস পূর্বে মিথ্যা মামলার চার্জশিট থেকে বাদ দেওয়ার পরেও ষড়যন্ত্র করে নির্বাচন সামনে রেখে আবার মামলা সচল করা হলো। আর এই অজুহাতে আমাকে ষড়যন্ত্র করে মনোনয়ন বঞ্চিত করা হয়েছে।
    আমার ১৪ বছরের শিশুসহ দুই পুত্রকে মামলায় জড়ানো হয়েছে।
    আমি আপনাদের ভালো বাসায় ও সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হয়েছি ২৮ ডিসেম্বর জগ মার্কায় আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে একদিকে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে অপরদিকে আমার নির অপরাদ দুই সন্তান কে মিথ্যে মামলা থেকে অব্যাহতি করতে সহায়ক হবে।

    আরও খবর

    Sponsered content