প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২০ , ৪:৪৯:১২ অনলাইন সংস্করণ
মিজানুর রহমান তালুকদার, স্টাফ রিপোর্টার।। আজ ঢাকাস্থ দিরাই উন্নয়ন ফোরাম এর নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদক, দিরাই উপজেলার সেচ্চাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক, বরইতিয়র গ্রামের কৃতী সন্তান জনাব গোলাম রব্বানী তালুকদার উদ্যোগে অসহায়দের পাশে কুলঞ্জ ইউনিয়নের বরইতিয়র গ্রামে উনার নিজ বাড়িতে শীতবস্ত্র বিতরণ করা হয়। মিজানুর রহমান তালুকদার এর সঞ্চালনায়,পবিত্রব কুর’আন তিলাওয়াতের মাধ্যমে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এসময় সাংগঠনিক সম্পাদকের গুনকৃতী নিয়ে বক্তব্য রাখেন দিরাই সেচ্চাসেবক দলের সহ সাধারণ সম্পাদক কামাল হোসেন। জাকারিয়া, আলমগিরসহ অনেক।
বক্তরা বলেন; গোলাম রব্বানী ছোট বেলা থেকে গ্রামের প্রতি অগাধ প্রেম। যার কারনে ঢাকা থেকেও নিজের গ্রামের অসহায়দের কথা ভুলে নাই তাই সে এই শীতে হতদরিদ্রের মাঝে উষ্ণ ভালবাসার প্রতীক দিয়েছেন। আমরা দেখেছি সে সব সময় তার সামর্থ্যমত অসহায়দের পাশে দাঁড়ায়।
আমরা এই গ্রামের যুবকের রোল মডেল গোলাম রব্বানী উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
উক্ত বস্ত্র বিতরণ অনুস্টানে উপস্থিত ছিলেন
মোশাররফ,আনোয়ার, রনি, আব্দাল মিয়া কাদির মিয়া, মঈনুল মিয়া, আবু মিয়া সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।