প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২০ , ৪:২৩:০৮ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি।। আগামী জানুয়ারী মাসে সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো আওয়ামীলীগ থেকে নৌকা প্রতিকের দলীয় মনোনয়ন পেলেন পৌরসভার বর্তমান মেয়র নাদের বখত।
আজ শুক্রবার রাত ৯টায় আওয়ামীলীগের ধানমন্ডির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সভায় অনেক যাচাই বাচাই করে সিদ্ধান্ত মোতাবেক আওয়ামীলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া নাদের বখত কে নৌকার প্রার্থী হিসেবে সিদ্ধান্তের কথা জানান ।
এই খবর শুনে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উল্লাসে ফেটে পড়ে রাতেই শহরে একটি আনন্দ মিছিল বরে করেন।তারা শহরের বিভিন্ন সড়ক ঘুৃরে মিষ্টি বিতরণ করেন। নাদের বখত প্রায় আড়াই বছর পূর্বে তার আপন বড়ভাই সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুলের আকস্মিক মৃত্যুতে এই আসনটি শূন্য হলে তিনি উপ নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নৌকা প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধীতা করে বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হন।
উল্লেখ্য নাদের বখত এর পরিবারের সদস্যরা ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে স্বাধীনতা সংগ্রামে তার পিতা মরহুম হোসেন বখত ও বড়ভাই মনোয়ার বখত নেক ও মরহুম শাহজাহান বখত মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছিলেন। কাজেই এই পরিবারটির প্রতি যেমন বঙ্গবন্ধুর জীবদ্দশায় একটি মধুর সম্পর্ক ছিল তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও কদর কমতি নেই। নাদের বখতের আপন বড়ভাই প্রয়াত মনোয়ার বখত নেক পৌরসভার চেয়ারনম্যান ছিলেন,পরবর্তীতে তার মৃত্যুর পর আরেক ভাই সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক প্রয়াত আয়ুব বখত জগলুল এই পৌরসভার দুৃইবারের নির্বাচিত মেয়র ছিলেন। কাজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারও সুনামগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী হিসেবে বর্তমান মেয়র নাদের বখত এর নাম ঘোষনা দিয়েছে।
এ ব্যাপারে তাৎক্ষনিক সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নুরুল হুদা মুকুট বলেন,নাদের বখত আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায় এই বিজয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয়,সুনামগঞ্জবাসীর বিজয়। তিনি আরো বলেন,আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্য প্রার্থী বাছাই করতে ভূল করেননি। কাজেই নেত্রীর মনোনীত প্রার্থী নাদের বখতকে আগামী জানুয়ারী মাসের ১৬তারিখের মেয়র নির্বাচনে নির্বাচিত করতে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ,জেলা যুবলীগ,কৃষকলীগ,শ্রমিকলীগ,মৎস্যজীবি লীগ ও ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীরা সকল ভেদাভেদ ভূলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। তিনি বলেন যারা নেত্রীর মনোনীত প্রার্থীর বিরুদ্ধে গোপনে বিরোধীতা করে অন্য দলের প্রার্থীর পক্ষে কাজি করবেন তাদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত মোতাবেক কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে ও হুশিয়ারী উচ্ছারন করেন মুৃকুট।