• লিড

    দিরাই’য়ে নৌকার পালে নতুন হাওয়া! স্বদল বলে আলতাব মাস্টার গ্রুপ এমপি বলয়ে!

      প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২০ , ১:৩৫:৪৬ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার।। সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজনীতিতে কয়েক বছর ধরে বিপরীত মেরুতে থাকা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও দিরাই উপজেলা আওয়ামী লীগের দীর্ঘ দিনের সাবেক সভাপতি সর্বজন শ্রদ্ধেয় আলতাব উদ্দিন মাস্টারের নেতৃত্বাধীন গ্রুপের নেতাকর্মীরা পুরোনো মান অভিমান ভুলে আজ স্বদল বলে দিরাই পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিশ্বজিৎ রায় এর পক্ষে এমপির বাসভবনে দলীয় কার্যালয়ে যোগদান করে একাত্মতা প্রকাশ করেন।
    আলতাব উদ্দিন মাস্টারের নেতৃত্বাধীন শক্তিশালী বিদ্রোহী গ্রুপ এমপি বলয়ের সাথে যোগদান করায় দিরাই পৌরসভার নির্বাচনে নতুন করে নৌকার মাঝি বিশ্বজিৎ রায় কে নিয়ে শুরু হয়েছে আলোচনা।
    দিরাই পৌরসভায় এবিষয় আজ ‘টক অব দ্যা টাউন’।
    আ’লীগের দলীয় কার্যালয়ে একাত্মতা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন মাস্টার, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আবু আব্দুল্লাহ চৌধুরী মাসুদ ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক হুমায়ুন রশিদ লাভলু।
    এমপি বলয়ের পক্ষে বক্তব্য রাখেন দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান এওর মিয়া ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট অবিরাম তালুকদার।
    একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে হুমায়ুন রশিদ লাভলু তার বক্তব্যে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রার্থী হিসেবে নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিতর্কিত ভূমিকার কঠোর সমালোচনা করেন।
    আবু আব্দুল্লাহ চৌধুরী মাসুদ তার বক্তব্যে বিগত দিনে দলের একে অন্যের
    বিরুদ্ধে থাকার প্রসঙ্গ উল্লেখ করে বলেন এ ধারা চলতে থাকলে আমরা ধ্বংস হয়ে যাবো আর তৃতীয় পক্ষ সুযোগ নিবে তাই এখন থেকে জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রার্থীর পক্ষে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

    এছাড়াও আলতাব উদ্দিন মাস্টারের গ্রুপের অন্যন্য নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা আওয়ামী লীগ নেতা মকসদ আলম তাড়ল ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস উপজেলা আওয়ামী লীগ নেতা মারফৎ মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা রেদুয়ান মাহমুদ, রফিনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুবুল আলম সোহেল, জগদল ইউনিয়ন যুবলীগের সভাপতি সালাহ উদ্দিন সেলিম ও সাধারণ সম্পাদক মামুন আল টিপু ও বিনিয়ামিন রাসেল প্রমুখ।

    ভোটের মাঠে এই গ্রুপের যোগদান কতটা প্রভাব ফেলে তা সময়ই বলে দিবে অনুষ্ঠানে অংশগ্রহণকারী এক যুবলীগ নেতার দাবি।

    আরও খবর

    Sponsered content