• লিড

    দিরাইয়ে খাস জমি দখল নিয়ে দুপক্ষের  ব্যাপক সংঘর্ষ, আহত ২০

      প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২০ , ১১:৪০:৩৯ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ের নুরনগর গ্রামে দুপক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০জন আহত হয়ছ।
    আজ বহস্পতিবার দুপুরে নুরনগর গ্রামে এ ঘটনা ঘটে।
    স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, উপজলার ভাটিপাড়া ইউনিয়নের নুরনগর গ্রামের ফজল মিয়া ও ফিরোজ আলীর লোকজনের মধ্যে সংঘর্ষ’র ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় গ্রুপের ২০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ফজল মিয়ার গ্রুুপ’র আহতরা হলেন তারাজুল (৪২), ইউসুফ (৩০),  সফর আলী (৪৫), শিবলু ( ২৭),  সফিজুল (৩৫),  শাহ মুলক (৪৩),  সুমন মিয়া (২৫)।  ফিরাজ আলী গ্রুুপর আহতরা হলন ফিরাজ আলী (৬০), রজু মিয়া (৩৫), জাহির আলী (২৭), সুজা তালুকদার (৩৮), বখানুর (৪২)। আহতদের দিরাই হাসপাতাল পাঠানা হয়েছে। সুত্র আরও জানায় দীঘদিন ধরে সরকারি খাস জমি (কুতবার কাদা) নামক স্থানে ঘরবাড়ী নির্মান ও গরু ছাগল ছড়াতে নিষেধ করে আসছিল নুরনগর গ্রামের ফিরোজা আলী মিয়ার লোকজন।  ফজল মিয়া গ্রুুপর লোকজন জানান, সরকারি খাস জমিতে জবর দখল করে অন্যায়ভাবে ফিরোজ আলী মিয়ার লোকজন আমাদর গরু-ছাগলের ঘাস খাওয়াতে বাঁধা করে আসছিল। এ বিষয় স্থানীয় চেয়ারম্যান ও গন্যমান্য ব্যক্তিরা শালিস বৈঠক নিস্পত্তি কর দিয়েছিলেন। কিন্ত তারা আবার আমাদের বাধা-নিষেধ করলে এ সংঘর্ষর ঘটনা ঘটে।
    দিরাই থানার ওসি আশরাফুল ইসলাম জানান, সরকারী খাস জমির দখল নিয়ে নুরনগর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ উপস্তিত হলে সংঘর্ষকারীরা স্থান ত্যাগ করে। তবে এ ঘটনায় কয়কজন আহত হওয়ার খবর পেয়েছি।

    আরও খবর

    Sponsered content