প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২০ , ৩:০৪:২৯ অনলাইন সংস্করণ
মোঃ আব্দুল আলী দেওয়ান (আব্দুল্লাহ)- চাঁদপুর প্রতিনিধিঃ নাফেরার দেশে পাড়ি জমালেন হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী (দাঃ বাঃ) ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। বেশ কয়েকদিন অসুস্থ থাকার পর আজ রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে জাতি একজন আলেমে দীন ও সঠিক পথের দিশারিকে হারালো। যা আমাদের জন্য অফুরন্ত ক্ষতি। আমরা কয়েকদিন আগে আল্লামা শাহ আহমদ শফী সাহেবকে (দাঃ বাঃ) হারিয়ে এখন আবার হারালাম আরেকজন আলেমে দীন ইসলামি চিন্তাশীল ও মানুষ গড়ার কারিগর। মরহুমের জানাজার নামাজ আগামীকাল রোজ সোমবার সকাল ০৯ঃ০০ ঘটিকার সময় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। চাঁদপুর বাসির পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি এবং মরহুমের বিদায়ী আত্মার প্রতি মহান রাব্বুল আলামিনের দরবারে কায়মন বাক্যে প্রার্থনা করি, তিনি মরহুমকে জান্নাতের মেহমান ও আল্লাহর প্রিয় বান্দাদের সাথে কবুল করুক।