প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২০ , ১০:৫৯:৫৪ অনলাইন সংস্করণ
শাল্লা প্রতিনিধিঃ জাতির পিতার সম্মান, রাখব মোরা অম্লান” হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ এবং জাতির পিতার সম্মান অক্ষুন্ন রাখার প্রত্যয়ে শাল্লা উপজেলার সর্বস্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে ১২ ডিসেম্বর শনিবার উপজেলা পরিষদ গণমিলনায়তনে এ প্রতিবাদ সভা ও সমাবেশের আয়োজন করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মুক্তাদির হোসেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা দীন মোহাম্মদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আব্দল্লাহ আল মাহমুদ।
এসময় আরো বক্তব্য রাখেন শাল্লা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফেরদৌস আক্তার, শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হক, বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী, শাল্লা সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক তরুণ কান্তি দাস, রুপচান দাস, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাস মিল্টন, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মুহাম্মদ দুলাল প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আব্দল্লাহ আল মাহমুদ বলেন বিশ্বের অনেক মুসলিম দেশে বিভিন্ন ধরণের ভাস্কর্য রয়েছে, এছাড়াও বাংলাদেশে অনেক ভাস্কর্য রয়েছে কই তখন তো কোন মৌলবাদী প্রতিবদ করেনি আর এখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য করতে গিয়ে তাদের বাঁধা।
তারা আসলে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, ও পাকিস্তানের উত্তরসূরী।