প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০১৯ , ১:০৮:০৪ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ- পাগলা-রানীগঞ্জ-আউশকান্দী- ঢাকা মহসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মোর্শেদ (৩০) ও সারজান(২৫) নামক দুই যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয়, প্রতক্ষ্যদর্শী ও পুলিশ সুত্রে জানাযায় , ৮ ই ডিসেম্বর রোজ রবিবার বিকালে
সুনামগঞ্জের পাগলা- জগন্নাথপুর- আউশকান্দী মহাসড়ক দিয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন এর অন্তর্ভুক্ত চিলাউড়া (আমবাড়ী) গ্রাম নিবাসী মোঃ আব্দুল হক এর ছেলে মোঃ মোর্শেদ মিয়া(৩০) ও একই গ্রাম নিবাসী মৃত মোঃ খলিল মিয়ার ছেলে সারজান মিয়া(২৫) জগন্নাথপুর থেকে রানীগঞ্জ যাওয়ার পথে বিকাল প্রায় ৩ ঘটিকার দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন এর মহাসড়কের শেখপাড়া নামক স্থানে পৌছা মাত্র মোটরসাইকেল এর নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে।এতে মোটরসাইকেল আরোহী মোর্শেদ ও সারজান গুরুতর আহত হয়। তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
জগন্নাথপুর থানার এসআই মোঃ লুৎফুর রহমান এই মোটরসাইকেল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।