• নির্বাচন

    পশ্চিম বীরগাঁও ইউনিয়ন নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চান শামসুল আলম

      প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২০ , ১:১৭:৪৫ অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী হতে চান দ: সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা শিক্ষানুরাগী শামসুল আলম।

    ইতোমধ্যে তিনি গণসংযোগ ও উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন৷

    শামসুল আলম বলেন, যেখানে যাচ্ছি সেখানেই ব্যাপক সাড়া পাচ্ছি। আমার মরহুম পিতা ও আমার আপন মামা পশ্চিম বীরগাঁও ইউনিয়নের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান মনোহর মিয়ার বদৌলতে দলমত নির্বিশেষে সবাই আমাকে গ্রহণ করছেন। এটাই আমার পরম পাওয়া। আমার আসন পুনরুদ্ধার মর্যাদা ধরে রাখতেই আমি চেয়ারম্যান হতে চাই। আমি নির্বাচিত হলে পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদকে আধুনিক ও ডিজিটাল ইউনিয়নে পরিণত করব। আমার ছাত্রজীবন থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করে ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বর্তমান সুনামগঞ্জের উন্নয়নের রুপকার পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের নীতি ও আদর্শে রাজনীতি করছি। আমার বিশ্বাস আ’লীগের দলীয় মনোনয়ন আমিই পাব। মনোনয়ন পেলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন বলেও আশা প্রকাশ করেন।

    আরও খবর

    Sponsered content