• লিড

    সংবাদ প্রকাশের জেরঃ দৈনিক একাত্তরের কথা’র সম্পাদকসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা, শাল্লা প্রেসক্লাবের প্রতিবাদ

      প্রতিনিধি ৬ ডিসেম্বর ২০২০ , ১১:৪৪:১৭ অনলাইন সংস্করণ

    শাল্লা প্রতিনিধি:: দৈনিক একাত্তরের কথা’র সম্পাদক প্রতিথযশা সাংবাদিক চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক নজরুল ইসলাম বাবুল, প্রতিবেদক সাঈদ চৌধুরী টিপুসহ ১৮ জনের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার প্রতিবাদে শাল্লা প্রেসক্লাবে একটি প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। সভায় উপদেষ্টা মন্ডলীর সদস্য সুব্রত কুমার দাস, আব্দুল মন্নান, প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক শ্যামল সিলেটের প্রতিনিধি বকুল আহমেদ তালুকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও একাত্তরের কথার প্রতিনিধি বিপ্লব রায়, সুনামগঞ্জের সময়ের প্রতিনিধি ও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শান্ত কুমার তালুকদার, ভোরের কাগজের প্রতিনিধি আনিসুল হক মুন, সদস্য শঙ্কর ঋষি, মহিউদ্দিন তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যহারের দাবী জানান।

    এসময় আরো জানান দৈনিক একাত্তরের কথায় সিলেট সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর সালেহ আহমদ সেলিমের বিরুদ্ধে দুর্নীতির কীর্তিকলাপ প্রকাশ করায় সালেহ আহমদ ভিডিও লাইভ এসে অশ্লীল, হুমকী দিয়ে সাংবাদিকতার ভাবমুর্তি ক্ষুন্ন করেছে। তাই সালেহ আহমদের বিরুদ্ধে অচিরেই আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানানো হয় প্রতিবাদ সভায়।

    আরও খবর

    Sponsered content