• লিড

    চরনারচর ইউনিয়নে ২৬জন কৃষকদের মাঝে ১ লাখ ১৭ হাজার টাকার অনুদানের টাকা প্রদান করেন ইউপি চেয়ারম্যান রতন তালুকদার

      প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২০ , ৩:১৪:১৪ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি।। সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ২৬টি অসহায় কৃষক পরিবারের প্রত্যেককে এক কেদার করে জমি চাষাবাদের জন্য আর্থিক অনুদান প্রদার করা হয়েছে।
    বৃহস্পতিবার দুপুরে এনজিও সংস্থা লজিকের অর্থায়নে প্রতিটি পরিবারকে চাষাবাদ বাবত ৪ হাজার ৫০০ টাকা করে মোট ২৬টি পরিবারকে ১ লাখ ১৭হাজার টাকা প্রদান করেন চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন,মাঠকর্মী জয় চৌধুরী,সমাজসেবক মো. আজিজুল হক,ডা.পীজুষ চৌধুরী, ইউপি সদস্য মো. আরজ আলী,ইস্কান্দার মিয়া ও রুপ মিয়া প্রমুখ।
    চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার তৃণমূল পর্যায়ের অসহায় ও গরীব মানুষের কল্যাণে বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমকে ধন্যবাদ জানিয়ে বলেনই এই উন্নয়নের ধারা সমুন্নত রাখা হলে গ্রামের প্রান্তিক কৃষকরা কৃষিজমিতে চাষাবাদে আগ্রহ বাড়বে। তিনি একজন জনপ্রতিনিধি হিসেবেতার ইউনিয়নের প্রান্তি জনগোষ্ঠির কল্যাণে তার প্রচেষ্ঠা অব্যাহত রাখার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।

    আরও খবর

    Sponsered content