প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২০ , ৩:১১:৪৪ অনলাইন সংস্করণ
শাল্লা প্রতিনিধি: শাল্লায় উপজেলা প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ২৯ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় প্রতিবন্ধী সমাজ কল্যান সংস্থার কার্যালয়ে এই দিবসটি পালন করা হয়। সংস্থার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান নাঈম এর পরিচালনায় ও প্রতিবন্ধী সমাজকল্যান সংস্থার সভাপতি চিন্ময় দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মোক্তাদির হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. দিপু রঞ্জন দাস। এছাড়া আরো উপস্থিত ছিলন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সরদার ফজলুল করিম, সদর ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা
আব্দুল আহাদ , ভুমি সহকারি মো:সামসুদোহা ও উপজেলা প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার সদস্যবৃন্দ।