• নির্বাচন

    আ’লীগের বিদ্রোহী প্রার্থী মেয়র মোশাররফ মিয়ার মনোনয়নপত্র দাখিল

      প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২০ , ১:১০:০০ অনলাইন সংস্করণ

    মোঃ নাঈম তালুকদার, স্টাফ রিপোর্টার।। সুনামগঞ্জের দিরাই পৌরসভার নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন বর্তমান পৌর মেয়র ও দিরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ মিয়া।
    আজ দুপুরে মেয়র মোশাররফ মিয়ার পক্ষে মনোনয়ন পত্র জমা দেন আছাব উদ্দিন ও রায়হান মিয়া।
    উল্লেখ্যঃ বর্তমান মেয়র মোশাররফ মিয়া, কাউন্সিল বিশ্বজিৎ রায় ও আসাদ উল্লাহ আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন যুদ্ধে ছিলেন কিন্তু কেন্দ্র বিশ্বজিৎ রায় কে নৌকার মনোনয়ন প্রদান করে।
    একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছেন মোশাররফ মিয়াকে ট্রিপল হত্যা মামলার পলাতক আসামি উল্লেখ করে জেলা এবং কেন্দ্রে ডকুমেন্টস জমা ও লবিং করায় দিরাই পৌরসভার জনপ্রিয় মেয়র মোশাররফ মিয়া মনোনয়ন বঞ্চিত হোন।
    একদিকে নৌকা হারানো অপর দিকে ট্রিপল হত্যা মামলার পলাতক আসামি থাকায় নির্বাচনে অংশ গ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে মোশাররফ মিয়ার। কর্মী সমর্থকদের মাঝে দেখা দেয় হতাশা কিন্তু আজ উচ্চ আদালতে মেয়র মোশাররফ মিয়া ও তাহার পুত্রদ্বয় দিরাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া ও তাজবির মিয়া জামিন পাওয়ার খবরে আবার অরাণ ফিরে পায় নেতাকর্মী ও সমর্থকদের।
    বরাবর ক্ষমতার ছায়ায় থাকা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ মিয়া বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে কতটুকু প্রভাব বিস্তার করতে পারেন তা দেখতে অপেক্ষা করতে হবে কিছুদিন, এমনটা জানিয়েছেন একাধিক শ্রেণী পেশার ব্যক্তি।
    প্রসঙ্গতঃ দেশে প্রথম ধাপে ২৫ টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ শে ডিসেম্বর ২০২০।
    জানা গেছে প্রতিটি পৌরসভায় ৪ টি করে ইভিএম বুথে ভোট গ্রহণ হবে বাদবাকি সেন্টারে স্বাভাবিক প্রক্রিয়ায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

    আরও খবর

    Sponsered content