প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২০ , ৯:০৩:০১ অনলাইন সংস্করণ
মাহমুদ আহসান হাবিব , ঠাকুরগাঁও।। দীর্ঘ আট বছর পর ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার ২নং আখানগর ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন ১৮ নভেম্বর (বুধবার) মহেষপুর, কালিবাড়ী বাজারে জবাইদুল হক চৌধুরীর মিল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটে মো আব্দুর রশিদ সভাপতি, জনি পারভেজ সাধারণ সম্পাদক, মো ফারুক হোসেন এবং মো আতাউর রহমান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
এর আগে দুপুর ০২ টায় সম্মেলন উদ্বোধন করেন, সহ সভাপতি কেন্দ্রীয় যুবদল ও ঠাকুরগাঁও জেলা যুবদলের সভাপতি, চৌধুরী মুহাঃ মাহেবুল্লাহ আবু নুর। প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা জাতীয়তাবাদী দলের যুগ্ন সাধারণ সম্পাদক আনছারুল হক। প্রধান বক্তা ছিলেন, সহ সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় যুবদল ও ঠাকুরগাঁও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো, মাহাবুব হোসেন তুহিন।
বিশেষ অতিথির ছিলেন রুহিয়া থানা জাতীয়তাবাদী দলের সভাপতি মো মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মো, আব্দুল মালেক মানিক, ২নং আখানগর ইউনিয়ন জাতীয়তাবাদী দলের সভাপতি, আলহাজ্ব হাফেজ মো মজিবর রহমান, সহ সভাপতি জবাইদুল হক চৌধুরী, সাধারন সম্পাদক ইবন-ই-ফজল। ঠাকুরগাঁও জেলা যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক মো, দিদারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো আব্দুস সালাম হেলাল, জাহিদুল রহমান জাহিদ। রুহিয়া থানা যুবদলের সভাপতি আনার আলী, সাধারন সম্পাদক আবু শাহিন, সাংগঠনিক সম্পাদক মো নুরে আলম, ফরিদুল ইসলাম। সভাপতিত্ব করেন, আশরাফুল ইসলাম বাবলু, আহবায়ক ২নং আখানগর ইউনিয়ন যুবদল । সন্চালনা করেছেন যুবদলের ইউনিয়ন যুগ্ন আহবায়ক বৃন্দ।
এরপর সন্ধ্যা বেলায় অনুষ্ঠিত হয় ভোটাভুটি। এতে ৩০ জন কাউন্সিলার ভোটাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ্য, ২০১২ সালের সেপ্টেম্বর মাসে আখানগর ইউনিয়নে যুবদলের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সময় কাউন্সিলরদের ভোটে মো, দলিলুর রহমান দেলু সভাপতি ও জাকিরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।