• লিড

    শাল্লায় পানিতে ডুবে এক যুবক নিখোঁজ

      প্রতিনিধি ৯ নভেম্বর ২০২০ , ৬:৫০:০৪ অনলাইন সংস্করণ

    শাল্লা প্রতিনিধি– সুনামগঞ্জের শাল্লায় পানিতে ডুবে এক যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার ৯ নভেম্বর সকাল ৯টায় উপজেলা সদরের উত্তর দিকে ঘুঙ্গিয়ারগাঁও-সুলতানপুর রাস্তার পশ্চিম পাশের ডোবায় ঘটনাটি ঘটে।

    জানা যায়, স্থানীয় ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের অবসরপ্রাপ্ত প্রাণিসম্পদ বিভাগের কর্মচারী মোঃ নজরুল ইসলামের ছেলে আবু সুফিয়ান ওই সময় গরু ধোয়াতে গিয়ে ডোবায় পড়ে নিখোঁজ হয়। পানিতে পড়ে নিখোঁজ হাওয়ায় আবু সুফিয়ানের বাড়িতে শোকের মাতম চলছে।
    প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, সুফিয়ান পানিতে পড়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে নৌকা নিয়ে লোকজন গিয়েও তাকে রক্ষা করতে পারেনি। পরে স্থানীয় লোকজন জাল পেলে তাকে খোঁজতে থাকে। দুপুর ১টার দিকে সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একদল ডুবুরি এসে দু’দফা অভিযান করেও তাকে উদ্ধার করতে পারেনি। এ সংবাদ লিখা পর্যন্ত নিখোঁজ সুফিয়ানের খোঁজ পাওয়া যায়নি।
    এবিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হকের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমরা সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে যাই এবং স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে নিখোঁজ সুফিয়ানকে ওই ডোবায় সারাদিন খুঁজি। কিন্তু তাকে পাওয়া যায়নি। আমাদের উদ্ধার অভিযান অব্যহত আছে।

    0Shares

    আরও খবর

    Sponsered content