প্রতিনিধি ৯ নভেম্বর ২০২০ , ১:৪৬:২৫ অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁও থেকে মাহমুদ আহসান হাবিব: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় গৃহ নির্মান কার্যক্রমের উদ্ভোধন করা হয়েছে।
সোমবার (০৯ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে,মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে আশ্রয়ন প্রকল্পের আওতায় সকল ভুমিহীন ও গৃহহীন ‘ক’ শ্রেণীর পরিবার পুনর্বাসনের লক্ষে গৃহ নির্মান কাজের উদ্ভোধন করেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।
এই সময়ে তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে আশ্রয়ন প্রকল্পের আওতায় সকল ভুমিহীন ও গৃহহীন ‘ক’ শ্রেণীর পরিবার পুনর্বাসনের লক্ষে গৃহ নির্মান করে দিচ্ছে সরকার। এখন পর্যন্ত আমরা ঠাকুরগাঁও জেলায় মোট ৬৪৯ টি ঘর বরাদ্দ পেয়েছি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভুমি) কামরুল হাসান সোহাগ, ঢোলারহাট ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল, ও স্থানীয় প্রশাসনসহ অনন্যা ব্যাক্তিবর্গ।