প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২০ , ৫:০৭:২২ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার।। গতকাল ২৪ শে অক্টোবর ২০২০ বৃহৎ মানবাধিকার সংগঠন
“”এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন”” এর ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ‘বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন’ ঢাকায়- মানবাধিকার রক্ষায় ও সমাজ সেবায় বিশেষ অবধানের জন্যে সিলেট জেলা কমিটির ৬জনকে সম্মাননা প্রদান করা হয়েছেন।
দৈনিক ভাটি বাংলা ডটকম কে জানিয়েছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ও সংগঠনের সিলেট জেলা কমিটির সফল সভাপতি আব্দুস ছোবহান সানি।
তিনি বলেন অসহায় প্রান্তিক, হতদরিদ্র ও ছিন্নমূল অধিকার বঞ্চিত মানুষের মানবাধিকার রক্ষায় “এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন” সিলেট জেলা শাখা করোনা কালীন সময়ে ব্যক্তিগত ও সাংগঠনিক ভাবে ভূমিকা এবং গত তিন মাসে ৪০ টি পারিবারিক মামলার মধ্যে ৩৪ টি মামলা নিষ্পত্তি করে তাদের পারিবারিক ভাঙ্গনের হাত থেকে রক্ষা করার জন্য এবং সিলেটের সমসাময়িক আলোচিত ঘটনার প্রতিবাদে মানববন্ধন সহ প্রতিবাদী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করায় সিলেট জেলা শাখার ৬ জন কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
(কেন্দ্রীয় সভাপতি দুলাল মিয়ার কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করছেন সিলেট জেলা শাখার সভাপতি আব্দুছ ছোবহান সানী।)
সম্মাননা প্রাপ্তরা হলেনঃ– সিলেট জেলা শাখার সফল সভাপতি আব্দুছ ছোবহান সানি।
সিনিয়র সহসভাপতি নিজাম উদ্দিন,
সাধারণ সম্পাদক তুহিনুর রহমান শাহজাহান, আইন উপদেষ্টা ও আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ফয়জুর রহমান ফয়েজ, শিল্প ও শ্রম বিষয়ক সম্পাদক মোঃ এনামুল হক এনাম ও তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এস এম ওয়াহিদুল ইসলাম।
সম্মাননা ক্রেস্ট প্রাপ্ত নেতৃবৃন্দ এক প্রতিক্রিয়ায় বলেন আমরা যেন মানবতার কল্যাণে আজীবন কাজ করে যেতে পারি এজন্য স্বচেষ্ট থাকবো। আমরাদের কাজের মূল্যায়ন করায় কেন্দ্রীয় সভাপতি মোঃ দুলালকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
উল্লেখ্যঃ অসুস্থতা জনিত কারণে এস এম ওয়াহিদুল ইসলাম ও ব্যস্ততায় এনামুল হক এনাম যেতে না পারায় সংগঠনের প্রচার সম্পাদক মাসুম আহমদ ও সহ প্রচার সম্পাদক আলী আব্বাস তাদের পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন।
Notifications