• সভা/সেমিনার

    জগন্নাথপুরে গ্রামীণ রাস্তা সড়ক ও জনপদে অন্তর্ভুক্ত করার দাবীতে জনসভা

      প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২০ , ৪:১৭:৩৬ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে রানীগঞ্জ ইউনিয়ন ও চিলাউড়া ইউনিয়ন এরং আকিলশাহ বাজার পর্যন্ত রাস্তা সড়ক ও জনপদে অন্তর্ভুক্ত করার দাবীতে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

    সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন ও চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সংযোগ রাস্তার রানীগঞ্জ বাজার থেকে দিরাই উপজেলার আকিলশাহ বাজার পর্যন্ত রাস্তাটি সড়ক ও জনপদে অন্তভুক্তির দাবীতে ২৩ শে অক্টোবর জগন্নাথপুর উপজেলার গোপলাপুর বাজারে সমাজ সেবক মোঃ রফিক উল্লাহর সভাপতিত্বে ও হুসাইন আহমদ এর কোরান তেলাওয়াত এর মধ্য দিয়ে জনসভা অনুষ্টিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চিলাউড়া – হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জগন্নাথপুর উপজেলা বিএনপির নেতা মোঃ রফিকুল ইসলাম খসরু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সাবেক মেম্বার রবিউল ইসলাম মান্না, বিএনপি নেতা আব্দুল মান্নান, বিএনপি নেতা মইনুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল মুকিত।
    অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রবিউল ইসলাম মান্না, মইনুল ইসলাম, আব্দুল মতিন, রুবেল আহমদ, ছাত্র নেতা রশিদ আহমদ মুরাদ প্রমুখ।
    এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মখই উল্লা, যুবলীগ নেতা জুয়েল মিয়া, যুবদল নেতা রুবেল আহমদ ও এম জুম্মান হুসাইন সহ বিভিন্ন শ্রেনী পেশার জনসাধারণ।
    বক্তারা তাদের বক্তব্য বলেন, জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন ও চিলাউড়া – হলদিপুর ইউনিয়ন এর সংযোগ রাস্তা রানীগঞ্জ বাজার থেকে দিরাই উপজেলার আকিলশাহ বাজার পর্যন্ত গ্রামীণ এই রাস্তা দিয়ে জীবন জীবিকার তাগিদে হেমন্ত ও বর্ষা মৌসুমে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ যাতায়াত করেন। এই রাস্তাটি অবহেলা আর অযত্নে পড়ে আছে। জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জনস্বার্থে এই রাস্তাটিকে সড়ক ও জনপদে অন্তর্ভুক্ত করার জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্ট কামনা করেছেন।

    আরও খবর

    হিন্দু ধর্মীয় কল্যাণ স্ট্রাষ্টের আয়োজনে সুনামগঞ্জ কালিবাড়ি মন্দির প্রাঙ্গণে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

    সুনামগঞ্জে গণপরিবহন চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ মিছিলঃ পুলিশের বাঁধা

    ফ্রান্সে বিশ্ব নবীর ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে জগন্নাথপুরে জমিয়ত এর বিক্ষোভ মিছিল

    ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনার কর্মকর্তাদের প্রশিক্ষণ

    বঙ্গবন্ধু ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে তাহিরপুর ছাত্রলীগ ও যুবলীগের বিক্ষোভ মিছিল

    সুনামগঞ্জে মান্নান-মুকুটের স্মরনকালের ঐতিহাসিক জনসভায় মানুষের ঢলঃ স্বাধীন বাংলার স্থপতির ভাস্কর্য যারা ভেঙ্গেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে…পরিকল্পনামন্ত্রী

    Sponsered content