• অনিয়ম / দুর্নীতি

    দক্ষিণ সুনামগঞ্জ পূর্ব পাগলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বাতিলের আবেদন জানিয়ে অভিযোগ দায়ের

      প্রতিনিধি ২০ অক্টোবর ২০২০ , ৭:১২:৪৬ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পূর্ব পাগলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নির্বাচন কমিটির সুপারিশ বাতিলের আবেদন জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ দায়ের করা হয়েছে । মঙ্গলবার অনিয়মের অভিযোগ এনে পূর্ব পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য শিক্ষানুরাগী, শিক্ষক প্রতিনিধি, অভিভাবক সদস্যদের ৮জনের যৌথ স্বাক্ষরিত একটি লিখিত আবেদন নির্বাহী অফিসার,জেলা শিক্ষা অফিসার,চেয়ারম্যান উপজেলা পরিষদ, ও পূর্ব পাগলা উচ্চ বিদ্যালয় সভাপতি বরাবরে প্রেরণ করা হয়। আবেদন সূত্রে জানা যায় গত ১৫ই অক্টোবর সুনামগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে ৩টি পদে যথাক্রমে- সহকারী প্রধান শিক্ষক, সহকারী গ্রন্থাগারিক ও নিরাপত্তা কর্মী নিয়োগের ক্ষেত্রে নিয়োগ বাচাই কমিটি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহন করা হয়। প্রথমত নিয়োগ প্রক্রিয়ায় সভাপতি ও প্রধান শিক্ষকের দায়িত্বের অবহেলার কারনে প্রার্থীদের নিকট ডাকযোগে ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হয়নি। যার কারণে ঐ তারিখে নির্ধারিত সময়ে যোগ্য ও কাঙ্কিত প্রার্থী উপস্থিত হতে পারে নাই। এছাড়াও নিয়োগ প্রক্রিয়ায় অসচ্ছতা, অনিয়ম ও স্বজনপ্রীতি সরজমিনে হয়েছে যার প্রমানাদিও অভিযোগ কারীদের মধ্যে রয়েছে বলে অভিযোগ পত্রে উল্লেখ্য রয়েছে। বিদ্যালয়ের গুণগত শিক্ষার স্বার্থে ও যোগ্য প্রার্থী নির্বাচনের প্রশ্নবিদ্ধ নিয়োগ কমিটির সুপারিশ বাতিল করে অবিলম্বে পূণরাং পেপার বিজ্ঞপ্তির মাধ্যমে বিদ্যালয়ের তিনটি পদে পূণরায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য উপজেলা নির্বাহী অফিসার দক্ষিণ সুনামগঞ্জ ব্যবস্থা গ্রহনের দাবী জানান অভিযোগ কারীরা।

    0Shares

    আরও খবর

    Sponsered content