প্রতিনিধি ২০ অক্টোবর ২০২০ , ৬:৫০:১৫ অনলাইন সংস্করণ
গাজী আসাদুজ্জামান রাকিব,বাকেরগঞ্জ প্রতিনিধি।। বরিশাল বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ফয়সাল ওয়াহিদ মুন্না ৬ হাজার ৩ শত ৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী শওকত হোসেন হাওলার পেয়েছেন ২ হাজার ১ শত ৩৪ ভোট। জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী এম, এ, বাছেদ হাওলাদার পেয়েছেন ৩ শত ৫৭ ভোট। তবে ক্ষুদ্রকাঠী মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে জাল ভোট দেয়ার অপরাধে দুইজনকে এক ঘন্টার সাজা প্রদান করেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠ,সুন্দর ভাবে মঙ্গলবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক তালুকদার মনু মারা যাওয়ায় নির্বাচন কমিশন এ ইউনিয়নে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।