• আইন আদালত/সাজা

    পুলিশ হেফাজতে রায়হান হত্যাঃ কনস্টেবল টিটুর ৫দিনের রিমান্ড মঞ্জুর

      প্রতিনিধি ২০ অক্টোবর ২০২০ , ১১:০৮:০৪ অনলাইন সংস্করণ

    ভাটি বাংলা ডেস্ক।। সিলেট বন্দর বাজার ফাঁড়িতে পুলিশের হেফাজতে নগরীর আখালিয়া নেহারি পাড়ার রায়হান আহমদ নামের এক যুবকের মৃত্যুর ঘটনায় সাময়িক বরখাস্তকৃত কনস্টেবল টিটু চন্দ্র দাসকে ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
    মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ৩টার দিকে টিটু চন্দ্রকে পিবিআই সিলেট অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পিবিআই তদন্ত কর্মকর্তা মুহিদুল ইসলাম ৭দিনের রিমান্ড আবেদন করেন। শুনানী শেষে আদালতের বিচারক জিয়াদুর রহমান ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন।
    বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী আইয়ুব আলী। তিনি বলেন, পিবিআই তদন্ত কর্মকর্তা ৭দিনের রিমান্ড আবেদন করলে আদালতের বিচারক ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন।
    এর আগে, মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা আড়াইটার দিকে পিবিআই পুলিশ লাইন্স থেকে টিটুকে গ্রেফতার করে।

    আরও খবর

    Sponsered content