প্রতিনিধি ২০ অক্টোবর ২০২০ , ১০:৩১:০৯ অনলাইন সংস্করণ
ইকবাল হোসাইন রিজন, মৌলভীবাজার প্রতিনিধি।। মৌলভীবাজার জেলা পরিষদের উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মিছবাহুর রহমান নির্বাচিত হয়েছেন।
তিনি ৭৩৪ টি ভোট পেয়েছেন।
তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এমএ রহিম পেয়েছেন ২শত ভোট।
বেসরকারি ভাবে এতথ্য নিশ্চিত হওয়া গেছে।
মৌলভীবাজার জেলা পরিষদের উপ নির্বাচনে ১৫টি ভোটকেন্দ্রে শান্তি পূর্ণভাবে মঙ্গলবার সকাল ৯টা থেকে জেলার প্রতিটি ভোটকেন্দ্রে দুপুর ২টা পর্যন্ত চলে বিরতিহীনভাবে ভোট গ্ৰহণ। শান্তি পূর্ণভাবে ভোট গ্রহণ চলে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মিছবাহুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী এমএ রহিম। জেলার ১৫টি ভোট কেন্দ্রে ৯৪৪জন ভোটার রয়েছেন।