প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২০ , ৬:২৯:০৪ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি।। সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের একজন সহ সভাপতির বিরুদ্ধে জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ধানের শীষের পক্ষে মোবাইল ফোনে প্রচারণার অভিযোগ উঠেছে। তিনি গত উপজেলা পরিষদের নির্বাচনেও ছিলেন দলীয় মনোনয়ন প্রার্থীর বিপক্ষে। এছাড়া সাচনা বাজার ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে তিনি ২০ দলীয় জোটের প্রার্থী নুরুল হক আফিন্দী’ধানের শীষের পক্ষে প্রকাশ্যে প্রচারণা চালিয়েছেন। আগামী ২০ অক্টোবর জামালগঞ্জ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকার বিজয়ের জন্য যখন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নুরুল হুদা মুকুট জোর প্রচারণা অব্যাহত রেখেছেন ঠিক তখনি জেলা আওয়ামীলীগের একজন সহ-সভাপতি মোবাইল ফোনে ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোট দেয়ার জন্য প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছেন। রামনগর গ্রামের এক বাসিন্ধা জানান, যারা ধানের শীষের পক্ষে কাজ করে, তাদের সাথে মিশে ভোট দেয়ার কথা বলেছেন শামিম সাব। ভীমখালী ইউনিয়নের এক সাধারন ভোটার বলেন, লিডার নির্দেশ দিয়েছেন এবার ধানের শীষের পক্ষে কাজ করার। এছাড়াও জেলা আওয়ামীলীগের ঐ সহ-সভাপতি’র আশির্বাদপুষ্ঠ অনেক নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, ধানের শীষের পক্ষে আওয়ামীলীগ নেতার প্রচারণার বিষয়ে অভিযোগ শুনেছি এবং তথ্য প্রমানও আসতে শুরু করেছে। প্রমানিত হলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।