প্রতিনিধি ১০ অক্টোবর ২০২০ , ২:০০:১৭ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর পৌর সভার উপনির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীক এর প্রার্থী মোঃ মিজানুর রশীদ ভূঁইয়া বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর সভার উপনির্বাচন আজ ১০ ই অক্টোবর রোজ শনিবার অনুষ্ঠিত হয়েছে। এই উপ-নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক এর প্রার্থী মোঃ মিজানুর রশীদ ভূঁইয়া
৬০২২ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আবুল হুসাইল সেলিম জগ প্রতীকে ৩৬০০ ভোট পেয়েছেন ।
আজ শনিবার অনুষ্ঠিত নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্রের স্থানীয় বিশ্বস্ত সুত্র থেকে এসব তথ্য জানা গেছে গেছে।