• লিড

    সাবেক ওসির পথে হাটছেন বর্তমান ওসি নাজমুল

      প্রতিনিধি ১০ অক্টোবর ২০২০ , ১১:২৭:২৩ অনলাইন সংস্করণ

    বিপ্লব রায় শাল্লা:: শাল্লা থানার সাবেক ওসি সঞ্জুর আহমেদ মোর্শেদ ছিলেন একজন মানবকল্যানী লোক। মানবতার কল্যানে নিজেকে বিলীয়ে দিয়েছেন। ভালবাসার মাধ্যমে বদলে দিয়েছেন শাল্লার মানুষের জীবনমান। মাত্র দেড় মাস কর্মস্থলে থেকে শাল্লার বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডে জড়িত থাকা ব্যাক্তিদের আলোর পথ দেখিয়েছন ওসি মোর্শেদ। এছাড়াও চোরাপল্লীতে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে মানবতার উজ্জল দৃষ্ঠান্ত স্থাপন করলেন তিনি।

    তবে উনার পথেই এখন পা রাখছেন শাল্লা থানার বর্তমান ওসি নাজমুল হক। তিনিও উপজেলার প্রত্যন্ত গ্রামগুলো ঘুরে বেড়াচ্ছেন। বিভিন্ন গ্রামে বিট পুলিশিং সভা করে আইনী সহযোগীতার আশ্বাস দিচ্ছেন সাধারণ মানুষকে। এমনকি মানবতার মধ্য দিয়ে অপরাধীদেরকে অপরাধ জগত থেকে ফিরে আসার আহ্বান জানান।

    কামারগাঁও গ্রাম চোরের গ্রাম হিসেবে পরিচিত। এই গ্রামের মানুষের পেশা ছিল চুরি। এছাড়া মাদকের অভয়ারণ্য ছিল এই গ্রামে। এসব অপরাধমুলক কর্মকান্ড থেকে ফিরে আসার জন্য ওসি নাজমুল হক প্রতিনিয়তভাবে তাদেরকে আইনী সহযোগীতার আশ্বাস দিচ্ছেন। তবে উনার আশ্বাসে সাঁড়া দিয়ে কামারগাঁও গ্রামের মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসছে। ওসি নাজমুলের হকের এমন মানবতার জন্য উপজেলার সাধারন মানুষ আলোর পথ খুঁজছেন।

    ওসি নাজমুল হক বলেন, মানুষ এখন ভালবাসার কাঙ্গাল। আর শাল্লার মানুষ আসলেই সহজ সরল। এতদিন তারা কোনো সহযোগীতা পায়নি তাই অন্ধকারের পথে হাটছেন। তবে তারা কামারগাঁও গ্রামের মানুষ অন্ধকার ছেড়ে আলোর পথে আসবে বলে আমাকে আশ্বাস দিয়েছে। আমি আশা করছি, শাল্লার চিত্রপট বদলে যাবে। আর সবাই স্বাভাবিক ভাবে বসবাস করবে।

    আরও খবর

    Sponsered content