প্রতিনিধি ৫ অক্টোবর ২০২০ , ১১:০০:২০ অনলাইন সংস্করণ
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাটে পরকিয়া বাঁধা দিতে গিয়ে যুবক আহত শীর্ষক শিরোনামে গত (২৬ সেপ্টেম্বর) শনিবার কিছু স্থানীয় দৈনিক ও অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন গৃহবধু ফাতিমা বেগম । তিনি এক প্রতিবাদ লিপিতে বলেন, প্রকাশিত সংবাদে যে সংবাদ প্রচার করা হয়েছে তা সম্পুর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলকভাবে সংবাদ প্রচার করা হয়েছে । আমার স্বামী মাসুক উদ্দিন ও দুই দেবর প্রবাসে থাকেন । আমি ও আমার শাশুরী, ঝা কে নিয়ে আলাদা বাড়ীতে বসবাস করে আসছি । সংবাদে উল্লেখিত পরকিয়া বাঁধাদানকারী ফয়ছল আহমদ আমার পাশের বাড়ির বাসিন্দা । ফয়ছল আহমদ দীর্ঘদিন হতে আমাকে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিয়ে আসছে, তার প্রস্তাবে রাজি না হওয়ায় আমাকে দেখিয়া ছাড়িবে বলে হুমকি প্রদান করে। আমার বিরুদ্ধে নানারকম খারাপ কথা ছড়িয়ে আমার ক্ষতি করার জন্য দীর্ঘদিন থেকে অপচেষ্টায় লিপ্ত ছিল। তিনি প্রতিবাদলিপিতে আরো বলেন, বাড়িতে কোন পুরুষলোক না থাকায় সে বাড়ির গাছপালা প্রায় সময় জোর পূর্বক কাটিয়া নিয় যায়। এ নিয়ে স্থানীয়ভাবে অনেক বিচারপ্রার্থী হলে কোন সুবিচার না পাওয়ায় গত (২৫ আগস্ট) ফয়ছল আহমদসহ তার সঙ্গীদের বিরুদ্ধে মাননীয় আদালতে কানাইঘাট সি.আর ১৫৩/২০২০ ইংরেজী তারিখে মামলা দায়ের করি। মামলা দায়েরের পর থেকে ফয়ছল আহমদসহ তার সঙ্গীয়রা আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠে । মামলাটি প্রত্যাহার করার জন্য প্রকাশ্যে হুমকি দিতে থাকে । গত (২৬ সেপ্টেম্বর) ভোর রাত অনুমান ৩টার দিকে ফয়ছল আহমদসহ তার সঙ্গীয়রা ঘরের সামনে দরজায় আসিয়া ডাকাডাকি শুরু করে। আমার শাশুরি ও ঝা শারমিন বেগম দরজায় ডাকাডাকি শুনে এগিয়ে এসে জানালা দিয়ে দেখতে পান ফয়ছল আহমদসহ তার সঙ্গীয়রা দা রড দিয়ে দরজায় আঘাত করতেছে । তাদের শব্দ শুনে আমার চাচাত ভাসুর আব্দুর রহমান এগিয়ে আসে । সাথে সাথে তারা এখান থেকে চলে যায়। পরদিন সকালে আরেক চাচাতো ভাসুর তাজ উদ্দিনের নিকট বিচার প্রার্থী হইলে ফয়ছল আহমদসহ সঙ্গীয়রা ঘরের পাশে আসিয়া গালিগালাজ শুরু করে । তখন গালিগালাজ করতে নিষেধ করলে আমার মাথা লক্ষ্য করে ইট ছুরে মারে ফয়ছল আহমদ। লক্ষভ্রষ্ট হয়ে চাচাতো ভাসুর আব্দুর রহমানের বাম হাতে পরে রক্তাক্ত জখম হয় । পরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখিতে পাই ‘’পরকীয়ায় বাঁধা দিতে গিয়ে যুবক আহত’’ এমন ভিত্তিহীন সংবাদ দিয়ে আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য নানারকম মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে । আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।