প্রতিনিধি ৫ অক্টোবর ২০২০ , ১০:৪০:২৫ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর পৌর সভার উপ-নির্বাচনে মেয়র পদ প্রার্থীদের নিয়ে ” ব্রেকিংস টুয়েন্টিফোর ডটকম ” নামক অনলাইন নিউজ পোর্টাল এর আয়োজনে জনতার মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
” ব্রেকিংস টুয়েন্টিফোর ডটকম ” নামক অনলাইন নিউজ পোর্টাল এর আয়োজনে ৫ ই অক্টোবর জগন্নাথপুর উপজেলা সদরস্থ আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর সভার উপ-নির্বাচনেট মেয়র পদে আওয়ামী লীগ মনোনীয় প্রার্থী জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া (নৌকা), বিএনপির প্রার্থী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমদ (ধানের শীষ), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী প্রয়াত মেয়র আব্দুল মনাফের ছেলে স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসেন সেলিম (জগ) ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আবিবুল বারী আয়হান (মোবাইলফোন) এর উপস্থিতিতে জনতার মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত হলে এই পৌরসভাকে দুর্নীতিমুক্ত, কার্যকর ও জনকল্যাণ মূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন জগন্নাথপুর পৌরসভায় উপ-নিবার্চনে প্রতিদ্বন্দ্বিকারী চার মেয়র প্রার্থী।
ব্রেকিংস টুয়েন্টিফোর ডটকম এর নির্বাহী সম্পাদক এনামুল হক সাজনুর এর সভাপতিত্বে ও উপদেষ্টা সম্পাদক সিনিয়র সাংবাদিক তাজউদ্দিন আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মেয়র প্রার্থীগণ উপস্থিত ভোটারদের বিভিন্ন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়া বলেন, জগন্নাথপুর পৌরবাসী আমাকে নির্বাচিত করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রেখে একটি আধুনিক পৌরসভা রূপান্তরিত করে ড্রেনেজ, সড়ক বাতি, রাস্তা-ঘাটসহ পৌরসভার সার্বিক উন্নয়নে কাজ করব।
বিএনপি মনোনীত প্রার্থী রাজু আহমেদ বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আমি নির্বাচিত হব। যদিও নির্বাচিত মেয়রের দায়িত্বকাল খুবই স্বল্প। তবুও পৌরসভার সার্বিক উন্নয়নে সর্বাত্বক প্রচেষ্টা চালাবো।
স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন সেলিম বলেন, বাবার অসমাপ্ত উন্নয়ন কাজ সমাধানের লক্ষ্যে নির্বাচনে প্রার্থী হয়েছি। সম্মানিত ভোটাররা আমাকে নির্বাচিত করলে আধুনিক পৌরসভার গঠনে কাজ করব।
স্বতন্ত্র প্রার্থী আবিবুল বারী আয়হান বলেন, নির্বাচিত হলে মাদক ও দুর্নীতিমুক্ত জগন্নাথপুর পৌরসভা গঠনের লক্ষ্যে কাজ করব। এছাড়া নাগরিকদে বিনোদনের জন্য পাক নির্মাণের চেষ্ঠা করব।
অনুষ্ঠানে মেয়র প্রার্থীদের প্রশ্ন করেন, পৌর নাগরিক মিন্টু রঞ্জন ধর, নুরুল হক, আছকির আলী, রুহুল আমিন, জালাল আহমদ, জাহাঙ্গীর আলম, রাজিব চৌধুরী বাবু, কবির মিয়া, জিয়াউল হক জিয়া, সৈয়দ তুরন মিয়া প্রমুখ।
উল্লেখ্য , চলতি বছরের ১১ জানুয়ারী জগন্নাথপুর পৌর সভার মেয়র আলহাজ্ব মোঃ আব্দুল মনাফ এর মৃত্যুতে মেয়র পদটি শুন্য ঘোষনা করে নির্বাচন কমিশন ২৯ মার্চ উপ নির্বাচনের ঘোষনা দেন। করোনা পরিস্থিতির কারণে ওই নির্বাচন ২০ মার্চ স্থগিত করা হয়। গত ২১ সেপ্টেম্বর ফের নির্বাচন কমিশন স্থগিতকৃত পৌরসভার উপ-নির্বাচন এর ঘোষণা দেন। ১০ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।