প্রতিনিধি ৪ অক্টোবর ২০২০ , ৭:৪৬:৩৬ অনলাইন সংস্করণ
তাহিরপুর প্রতিনিধি।। সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের পুঠিয়া গ্রামের আব্দু নুরের ছেলে
বিশিষ্ট কয়লা ব্যবসায়ী রিয়াজ উদ্দিন আদালতের ভুয়া ওয়ারেন্ট তৈরির মাধ্যমে ব্যবসায়ী পার্টনারকে হয়রানি করার মামলায় আসামি রিয়াজ উদ্দিন কে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
২৯ সেপ্টেম্বর ২০২০ইং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি,আর মামলা নং ৮৮/২০ অভিযুক্ত রিয়াজ উদ্দিন সহ তিন জন আত্মসমর্পণ করলে আসামি রিয়াজ উদ্দিনকে কারাগারে পাঠান আদালত।
মামলার অভিযোগ সূত্রে জানা যায় হাজী আব্দুল্লা আল মাসুদ ও রিয়াজ উদ্দিন দীর্ঘদিন ব্যবসায়ীক পার্টনার ছিলেন। উপজেলার কামড়াবোতে একটি তিন তলা বিল্ডিং করেন এবং জায়গা সহ ইসলামী ব্যাংক সুনামগঞ্জ শাখায় বন্ধক রেখে ১ কোটি ২৫ লক্ষ টাকা ঋণ নিয়ে সমান সমান বন্টন করে নেন কিন্তু কিছুদিন যাওয়ার পরে রিয়াজ উদ্দিন ব্যাংক ঋণের টাকা পরিশোধ না করে পার্টনার মাসুদের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মাদক মামলা দেখিয়ে ভুয়া ওয়ারেন্ট বের করেন। হাজী মাসুদ ওয়ারেন্ট চ্যালেঞ্জ করেন এবং চ্যালেঞ্জ পর তদন্ত সাপেক্ষে গ্রেপ্তারি পরোয়ানা টি ভুয়া প্রমাণিত হলে মাসুদকে থানা পুলিশ ছেড়ে দেন।
এবিষয়ে মাসুদ নিন্দা জানিয়ে বলেন আজিজুল ইসলাম নামে তাদের আরো একজন পার্টনার ছিলেন তাকেও মাসুদের মত বিভিন্নভাবে হয়রানি করে যাচ্ছে।