প্রতিনিধি ১ অক্টোবর ২০২০ , ২:৩৬:০৫ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি।। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী সাচনা বাজার আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ নুরুল হুদা মুকুট।
জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব এম নবী হোসেন ও কাজী আশরাফুজ্জামান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ছিলেন সুনামগঞ্জ-১ নির্বাচনী আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সংরক্ষিত (সিলেট-সুনামগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমদ, জেলা আওয়ামীলীগের সদস্য মো. জিয়াউল হক, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল কালাম, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা প্যানেল চেয়ারম্যান বীনা রানী তালুকদার, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কর, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, জামালগঞ্জ উপজেলা নির্বাচনের আওয়ামীলীগের দলীয় প্রার্থী ইকবাল আল আজাদ, মধ্যনগর উপজেলা বাস্তবায়ন কমিটির সভাপতি এড. আব্দুল মজিদ সহ জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ নুরুল হুদা মুকুট বলেছেন আমাদের ঐক্যবদ্ধ ভাবে দলীয় কাজ করতে হবে। বাংলাদেশ আওয়ামীলীগ মুক্তিযোদ্ধার কথা বলে, বিশ্বনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামীলীগের হাতকে শক্তিশালী করে গড়ে তোলুন। তিনি আরও বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে রাজনীতী করতে হবে। আওয়ামীলীগ একটি শক্তিশালী সংগঠন বাংলাদেশ সরকার আওয়ামীলীগ এ সরকারের আমলে উন্নয়ন হচ্ছে দেশ। ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কমিটি গুলো দলীয় কাজ আরো গতিশীল করতে হবে। আওয়ামীলীগের দলীয় সংগঠন অনেক শক্তিশালী। বঙ্গবন্ধুর আওয়ামীলীগ স্বাধীনাতার আওয়ামীলীগ। যারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে রাজনীতি করেন তাদেরকে হুশিয়ারী করে দিচ্ছি, দলীয় সিদ্ধান্তে বিরুদ্ধে কাজ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলীয় কাজ করতে হবে। আমরা বাঙ্গালী, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে, শেখ হাসিনা দেশ ও জনগণের কথা চিন্তা করেন। অক্টোবরের ২০ তারিখ জামালগঞ্জ উপজেলা নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করে উন্নয়নের ধারা আব্যহত রাখতে হবে।##