প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২০ , ৯:০৮:০১ অনলাইন সংস্করণ
শাল্লা প্রতিনিধি: শাল্লা সরকারি ডিগ্রি কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেনীর ভর্তিতে অতিরিক্ত ফি নেওয়ার প্রতিবাদে ও শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস শহীদের অপসারন চেয়ে মানববন্ধন করেছেন শাল্লার সচেতন নাগরিক সমাজ। বুধবার বেলা ১২ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন পালন করা হয়েছে। মানববন্ধনে ছাত্রলীগ নেতা সুধাকর দাসের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিশ্বজিত চৌধুরী নান্টু, বাহাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফনি ভুষন সরকার, উপজেলা যুবলীগ নেতা অজয় তালুকদার, কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক সুভাষ দাস, শ্রমিকলীগ নেতা গনেন্দ্র দাস, রাকেশ দাস, প্রভাংশু দাস, রবীন্দ্র দাস প্রমুখ। শাল্লা সরকারি ডিগ্রি কলেজে একটি সিন্ডিকেট গঠন করা হয়েছে। এই সিন্ডিকেট চক্রের লোকেরা প্রতিবছরই কলেজে ভর্তি বানিজ্য করে আসছে। এমনকি ডিগ্রির শিক্ষার্থীদের উপবৃত্তির ফরম পুরনের নামেও ৫শ টাকা করে হাতিয়ে নিয়েছে এই সিন্ডিকেট চক্রটি। আর এই সিন্ডিকেট চক্রের মুলহোতা হচ্ছে শাল্লা কলেজের অধ্যক্ষ আব্দুস শহীদ। উনি রাজনৈতিক প্রভাবে এমন কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন বলে বক্তব্যে বলে তারা। বক্তারা আরো বলেন, বোর্ড কর্তৃক নির্ধারিত ফি’র অতিরিক্ত ফি অবিলম্বে ফেরত দেওয়াসহ দুর্নীতিবাজ অধ্যক্ষকে অপসারন না করলে পরবর্তীতে কঠোর আন্দোলনের কর্মসুচী ঘোষনা করা হবে।