• লিড

    চন্ডিপুর এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

      প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২০ , ৮:৩৬:২০ অনলাইন সংস্করণ

    মোঃ নাঈম তালুকদার: সুনামগঞ্জের দিরাই পৌরসভার ১নং ওয়ার্ডস্থ চন্ডিপুর গ্রামের এসএসসি উত্তীর্ণ ৪৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে। গ্রামে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে চন্ডিপুর গ্রামের যুক্তরাজ্যে বসবাসরত বাসিন্দাদের সংগঠন ‘চন্ডিপুর এসোসিয়েশন ইউকে এই অনুষ্ঠানের আয়োজন করে।

    আজ রবিবার সকাল ১০টায় চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রামের প্রবীণ মুরুব্বি, শিক্ষাবিদ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন মাস্টারের সভাপতিত্বে ও দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হেনা এবং এমসি কলেজের শিক্ষার্থী দেলোয়ার হোসেন মিশু’র যৌথ পরিচালনায় বৃত্তি প্রদান ও সবংর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাইয়ুম, গ্রামের মুরুব্বি আব্দুল হাফিজ মাস্টার, জেলা পরিষদ সদস্য নাজমুল হক, সমাজ সেবক আসাদ উল্লা, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ইদন মিয়া, ২নং ওয়ার্ড কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, দিরাই উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মতিউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শফিক মিয়া, পৌরসভার সাবেক কাউন্সিলর মশাহিদ মিয়া, সমাজ কর্মী আব্দুজ জাহির, দিরাই উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল হক মিয়া, যুবনেতা ফারুক সরদার, সিলেট শাহজালাল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাসিন্ধু দাস, ব্যবসায়ী করম উদ্দিন, রাজনীতিবিদ তাজুল ইসলাম, চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাওলানা শরীফ উদ্দিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, মোজাম্মেল হক, বাবুল মিয়া প্রমুখ।
    স্বাগত বক্তব্য রাখেন দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাফর ইকবাল। ভার্চুয়ালভাবে সভায় বক্তব্য রাখেন চন্ডিপুর এসোসিয়েশন ইউকে সভাপতি মোহাম্মদ টিপু চৌধুরী, সাধারণ সম্পাদক দোলন মিয়া। মোনাজাত পরিচালনা করেন চন্ডিপুর ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা নুর উদ্দিন।

    সভা শেষে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের এসোসিয়েশনের পক্ষ থেকে সনদ, ক্রেস্ট ও এপ্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের ৫ হাজার, এ গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীদের ৩ হাজার, এ মাইনাস প্রাপ্ত শিক্ষার্থীদের আড়াই হাজার ও বি, সি, ডি গ্রেডে উত্তীর্ণদের ২ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা তুলে দেয়া হয়।
    এছাড়া গ্রামের অস্বচ্ছল দুই ব্যক্তিকে জনপ্রতি ৫ হাজার টাকা করে এসোসিয়েশনের পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
    এছাড়াও সভায় সর্বসম্মতিক্রমে চন্ডিপুর এসোসিয়েশন ইউকের  উদ্যোগ ও গ্রামবাসির সহযোগীতায় গ্রামে একটি ম্যাধ্যমিক স্কুল প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।
    সভাপতির বক্তব্যে বর্ষীয়ান রাজনীতিবিদ ও গ্রামের বিশিষ্ট মুরব্বি আলতাব উদ্দিন মাস্টার বলেন আমাদের গ্রামের যুক্তরাজ্য প্রবাসীদের এই সংগঠন প্রতিষ্ঠার পর থেকে গ্রামের অসহায় মানুষের পাশে বিভিন্ন ভাবে সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছে। আজকের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, কেষ্ট ও নগদ অর্থ সহায়তা প্রদান গ্রামের ছাত্রছাত্রীদের ভালো করে লেখাপড়া করতে উৎসাহিত করবে বলে আমি বিশ্বাস করি।
    এছাড়াও আলতাব উদ্দিন মাস্টার আরও বলেন গ্রামের উন্নয়নে প্রবাসীরা যেকোনো উদ্যোগ নিলে আমরা গ্রামবাসী সার্বিক সহযোগিতার হাত প্রসারিত করবো যেকোনো সময়।

    0Shares

    আরও খবর

    Sponsered content