প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২০ , ৯:৩১:৪৫ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার: প্রতিযোগিতা মূলক কাজে যেমন আগ্রহ বাড়ে, তেমন প্রকাশ পায় সৃজনশীলতাও। আর এর ফলেই মেধার বিকাশ ঘটে’ বলে মন্তব্য করেছেন বক্তারা। সোমবার বিকেলে দিরাই শহরের বালুরমাঠ সংলগ্ন বিহা কম্পিউটার সেন্টারে আয়োজিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত বক্তারা আরও বলেন, যে কোন কাজে প্রতিযোগিতা থাকলে কাজের মান ও আগ্রহ বেশি থাকে। তবে কারও প্রতি বিদ্বেষপূর্ণ আচরণ না করে ভালো কাজের অনুসরণ করা যেতে পারে। এসব কাজে শিক্ষার্থী ও যুবকদেরকে বেশি করে অংশগ্রহণের আহবান জানানো হয়।
‘শরীফপুর দিরাই পাবলিক গ্রুপের ’ আয়োজিত দ্বিতীয় পর্বের কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন আমার সুরমা ডটকম-এর সম্পাদক মুহাম্মদ আব্দুল বাছির সরদার,
সিলেট ভিশন ডটকম-এর সম্পাদক-মানবতার বন্ধন গ্রুপের উপদেষ্টা-সজিব রশিদ চৌধুরী,পাথারিয়ার সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রভাষক মোঃ মোস্তাহার মিয়া মোস্তাক, দিরাই সরকারি কলেজের প্রভাষক মিজানুর রহমান পারভেজ ও দিরাই থানা পাবলিক গ্রুপের সহ-অর্থ সম্পাদক হাফিজ লোকমান আহমেদ, সংগঠনের অর্থ সম্পাদক ফুয়াদ হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান,প্রচার সম্পাদক জুনাইদ হাসান এবং সহ-ক্রিড়া সম্পাদক ইব্রাহীম প্রমুখ।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি এহিয়া আহমেদ লিটন ও সঞ্চালনায় ছিলেন গ্রুপের সহ-সাধারণ সম্পাদক ইউনুস খান ইমন।