• সভা/সেমিনার

    শাল্লায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

      প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২০ , ১১:৩৩:৫৭ অনলাইন সংস্করণ

    শাল্লা প্রতিনিধি: শাল্লা থানায় নতুন অফিসার ইনচার্জ হিসাবে যোগদান উপলক্ষে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ওসি নাজমুল হক।  রোববার  বেলা ১১ টায়  শাল্লা উপজেলার থানা হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করেন। পরে ঘুঙ্গিয়ারগাঁও বাজার কমিটির সাথে আলোচনা করেন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে সকলের  সহযোগিতা কামনা করেন তিনি।

    এমসয় ওসি নাজমুল হক বলেন,থানায় যোগদান করে আমার সর্বপ্রথম কাজ হবে সাধারণ জনগণের আস্থার প্রতীক হিসেবে নিজেকে উপস্থাপন করা। পাশাপাশি আইনশৃঙ্খলার উন্নতি করা আর আগের অফিসার ইনচার্জ কে অনুসরণ করেই এগিয়ে যেতে চাই।

    এসয় উপস্থিত ছিলেন সাংবাদিক বকুল আহমেদ তালুকদার,পি সি দাস পিযুষ, বিপ্লব রায়,সুব্রত দাস খোকন,জয়ন্ত সেন, বাজার কমিটির সভাপতি সহ কমিটির দায়িত্ব থাকা নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    আরও খবর

    ভোলার তজুমদ্দিনে মা ইলিশ রক্ষায় মৎস্য ব্যবসায়ী ও জেলেদের নিয়ে সচেতনতামূলক সভা

    সহযোগি সংগঠনের স্বীকৃতি দেয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সুনামগঞ্জ মৎস্যজীবিলীগের আনন্দ মিছিল

    ভারতে মুসলিম হত্যা ও মসজিদে অগ্নিসংযোগের প্রতিবাদে তেমুখিতে তৌহিদী জনতার মিছিল-সমাবেশে

    যারা সরকারের উন্নয়ন কর্মকান্ডে বিরোধিতা করেন তারা আ’লীগের কর্মী হতে পারে না.. এম এ মান্নান ও মুকুট

    কোল্ড ষ্টোরেজগুলোতে বস্তার ভাড়া বৃদ্ধি ঠাকুরগাঁওয়ে আলু চাষীদের বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

    সুনামগঞ্জে মান্নান-মুকুটের স্মরনকালের ঐতিহাসিক জনসভায় মানুষের ঢলঃ স্বাধীন বাংলার স্থপতির ভাস্কর্য যারা ভেঙ্গেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে…পরিকল্পনামন্ত্রী

    Sponsered content