• লিড

    দিন দুপুরে জগন্নাথপুরে মসজিদের ইমাম এর শয়ন কক্ষে চুরির চেষ্টা, আসবাবপত্র তচনচ!

      প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২০ , ৩:৩২:১৫ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরের কলকলিয়া বাজার জামেমসজিদ এর ইমাম এর শয়ন কক্ষে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

    জানাযায়, আজ ১১ ই সেপ্টেম্বর রোজ শুক্রবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজার জামেমসজিদ এর ইমাম মাওলানা মোঃ নজমুল হক জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদ সংলগ্ন তাহার শয়ন কক্ষটির দরজা তালাবদ্ধ করে মসজিদে প্রবেশ করেন এবং জুম্মার নামাজ শেষে ফিরে এসে শয়ন কক্ষের দরজার তালা ভাঙা দেখে নামাজে আসা মুসল্লীদের সাথে নিয়ে কক্ষে প্রবেশ করে দেখতে পান জামা-কাপড় ও আসবাবপত্র মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তবে কোন কিছু খোয়া যায়নি। কে বা কাহারা তালা ভেঙে চুরি করতে চেয়েছিল তা জানা যায়নি।
    এ ব্যাপারে মসজিদ এর ইমাম মাওলানা মোঃ নজমুল হক বলেন, কে-বা কাহারা তালা ভেঙে চুরির উদ্দেশ্যে রুমে প্রবেশ করেছিল জানিনা।কোন কিছু খোয়া যায়নি। কি আজব ব্যাপার চুরেরা ধর্মীয় প্রতিষ্ঠানও মানছেনা। আল্লাহ পাক রাব্বুল আলামীন চরদেরকে হেফাজত করুন।

    আরও খবর

    Sponsered content