প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২০ , ২:০০:৫৩ অনলাইন সংস্করণ
আব্দুল মতিন ( মাসুদ) ময়মনসিংহ প্রতিনিধি: ধোবাউড়া আলোর মিছিল সমাজ উন্নয়নমূলক সংগঠনের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা ব্যাপি বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা, ধোবাউড়া মহিলা ডিগ্রী কলেজ ভবনের তৃতীয় তলায়, ১০ই সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায়, সভাপতিত্ব করেন , আলোর মিছিল সমাজ উন্নয়নমূলক সংগঠনের সভাপতি মোঃ আজহারুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জননন্দিত উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব হেলাল উদ্দিন, বক্তারা তাদের বক্তব্য আলোর মিছিল সমাজ উন্নয়ন মূলক সংগঠনের উত্তর উত্তর মঙ্গল কামনা করেন। কলসিন্দুর স্কুল এন্ড কলেজের প্রভাষক আবুবক্কর সিদ্দিক।
উক্ত অনুষ্ঠানে সহ সভাপতি শরিফ আহমেদ বিজয় , বক্তব্য বলেন , ২০১০সালের ১০ই সেপ্টেম্বর এইদিনে, মাত্র ৭জন তরুণ যুবক নিয়ে, এই সংগঠনটি যাত্রা শুরু করে, আজ এই সংগঠনের ৩০০শতাদিক সদস্যে উন্নতি হয়েছে। বিভিন্ন সেবামূলক কার্যক্রম করে যাচ্ছে।
আলোর মিছিল সংগঠনের প্রচার সম্পাদক আল-মামুন আজাদ রানা। আলোর মিছিল সমাজ উন্নয়ন মূলকসংগঠনের প্রতিষ্ঠাতা
আনিসুর রহমান সোহাগ।
বাঘবেড় ইউনিয়ন আলোর মিছিলএর সাধারণ সম্পাদক, আশিকুজ্জামান লিমন, সাধারণ সম্পাদক আলী আকবর, ৩নং ইউনিয়ন এর সাধারণ সম্পাদক এনায়েত কবির রতন।
২নং ইউনিয়নের সাধারণ সম্পাদকএমদাদুল হক, ১নং ইউনিয়নের সভাপতি শামিম হাসান। আরও উপস্থিত ছিলেন, আলোর মিছিল সমাজ উন্নয়নমূলক সংগঠনের উপজেলার ৭টি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক ও সংগঠনের সকল সদস্য এবং সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।