• করোনা ভাইরাস নিউজ

    সিলেট বিভাগে একদিনে ৮৪ জন করোনা পজিটিভ, মোট শনাক্ত ৮ হাজার ৫৩৫ জন

      প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২০ , ১২:৪১:৪৬ অনলাইন সংস্করণ

    ভাটি বাংলা ডেস্ক: সিলেট বিভাগে মহামারি করোনা আক্রান্তদের সংখ্যা বাড়ছেই। বুধবার একদিনে এ বিভাগের চার জেলায় নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১৪ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৬৭২ জনে দাঁড়িয়েছে।

    বুধবার (০৯ সেপ্টেম্বর) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ শনাক্ত হয়।
    নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ৬১ জন, সুনামগঞ্জ জেলায় ২৩ জন, হবিগঞ্জ জেলায় ১৯ জন ও মৌলভীবাজার জেলায় ১১ জন রয়েছেন।
    ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, ‘হাসপাতালের ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৪১ জনের করোনা শনাক্ত হয়।’
    শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জিএম নূরনবী আজাদ জুয়েল জানান, ‘শাবির ল্যাবে ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।’
    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে সিলেট বিভাগে বুধবার দিবাগত রাত পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২০১ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৪৫ জন, সুনামগঞ্জে ২২ জন, হবিগঞ্জে ১৪ জন এবং মৌলভীবাজার জেলায় ২০ জন রয়েছেন।
    একই সময়ে সিলেট বিভাগে ৮ হাজার ৫৩৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৪ হাজার ৩৮২ জন, সুনামগঞ্জের ১ হাজার ৮৪৫ জন, হবিগঞ্জের ১ হাজার ৭৯ জন ও মৌলভীবাজার জেলার ১ হাজার ২২৯ জন।

    আরও খবর

    Sponsered content