• লিড

    চোরের গ্রাম কামারগাঁওঃ ছোট ছোট বাচ্চাদের পড়ালেখায় উৎসাহী করতে ওসির ভুমিকা

      প্রতিনিধি ৯ সেপ্টেম্বর ২০২০ , ১২:৩০:৫৬ অনলাইন সংস্করণ

    বিপ্লব রায় শাল্লা: বর্ষায় চারিদিকে থৈ থৈ পানি। হেমন্তে সবুজ ঘেরা মাঠ। হাওরে ছোট ছোট একেকটি ভূখন্ড। আর এসব ভূখন্ডে মানুষের বসবাস। হাওরপাড়ে প্রত্যন্ত উপজেলা শাল্লা। আর এই উপজেলায় আলোচিত ‘চোরের গ্রাম’ হিসেবে পরিচিত কামারগাঁও। এই গ্রামে ছিল না কোনো শিক্ষা, সাংস্কৃতিক ও রাজনৈতিক হালচাল। এগ্রামের মানুষের একটাই পেশা ছিল ‘চুরি’। এছাড়াও পাশাপাশি ছিল চোলাই মদের ব্যবসা। কিন্তু কালের বিবর্তনে অনেকটাই পরিবর্তন আসছে কামারগাঁও গ্রামে। তবে বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডে জড়িত থাকার কারনে আশপাশের গ্রামের মানুষেরা তেমন মিলমেশা রাখতেন না তাদের সাথে। দীর্ঘদিন ধরে কামারগাঁও গ্রামের মানুষ চোরের পেশা ছেড়ে দিয়ে সবার মতো স্বাভাবিক জীবন-যাপন করতে চাইলেও সহায়তার হাত বাড়িয়ে আসছে না কেউ। যার ফলে অভাব, অনটন নিয়ে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক, সাংস্কৃতিক সকল কার্যক্রম থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবন যাপন করছেন তারা। সমাজের ধুলিকণা দুর করার জন্য অবশেষে সাহায্যের হাত বাড়িয়ে দেন শাল্লা থানার ওসি আহমেদ সঞ্জুর মোর্শেদ। উনার মাধ্যমে কামারগাঁও গ্রামের সকল শিশুদের মাঝে খাতা কলমসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দিয়ে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন গ্রামের প্রতিটি শিশুদের মাঝে। ওসির মাধ্যমে লেখপড়ায় উৎসাহী হচ্ছে কামাটগাঁও গ্রামের ছেলেমেয়েরা। বুধবার দুপুর ১ টায় কামারগাঁও গ্রামে এক বিট পুলিশিং সভা অনুষ্টিত হয়। এই সভায় কামারগাঁও গ্রামের সবাই উপস্থিত থেকে চোলাই মদের ব্যবসা ও চুরির মত অপরাধমুলক কর্মকান্ড ছেড়ে দেওয়ার অঙ্গীকারবদ্ধ হন তারা। পরে গ্রামের ছেলে মেয়েদের পড়ালেখা করার সুবিধার্থে বিভিন্ন সাহায্য সহযোগীতার আশ্বাস দেন শাল্লা থানার ওসি আহমেদ সঞ্জুর মোর্শেদ।

    এ বিষয়ে শাল্লা থানার ওসি আহমেদ সঞ্জুর মোর্শেদ বলেন, জনগনের সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার জন্যই শপথ গ্রহন করেছি। আমার মাধ্যমে যদি এলাকা কিংবা কয়েকটি গ্রামের পরিবর্তন আসে তাতেই আমি গর্বিত। কারন আমার স্বপ্ন ছিল শাল্লার রুপ বদলে দেওয়ার। আর আশা করছি কয়েকদিনের মধ্যেই পুরো উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা লরা হবে।

    উল্লেখ্য ১৯৯১ সালে জাতীয় নির্বাচনে ভোটার তালিকায় পেশা ‘চোর’ উল্লেখ করেই জাতীয়ভাবে আলোচনা-সমালোচনায় উঠে আসে শাল্লা উপজেলার কামারগাঁও গ্রামটি।

    আরও খবর

    Sponsered content