• শোক সংবাদ

    রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু তাহের এর দাফন সম্পন্ন

      প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০২০ , ৭:৩৩:১৪ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ুন কবীর ফরীদিঃ

    জামালগঞ্জের কৃতি সম্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু তাহের (৮০) কে রাষ্ট্রীয় মর্যাদায় সিলেট মহানগরীর আখালিয়াস্থ নবাবী জামে মসজিদ সংলগ্ন কবর স্থানে দাফন করা হয়েছে।
    ৭১ এর রণাঙ্গনের অকুতোভয় বীর সেনানী বাঙালির গর্ব সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলাধীন উত্তর কামলাবাজ গ্রামের কৃতি সন্তান বাংলাদেশ ব্যাংক এর উপ ব্যবস্থাপক বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবী সিলেট জেলা মুক্তিযোদ্ধা কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু তাহের (৮০) গত ৩ রা সেপ্টেম্বর বিকালে সিলেট মহানগরীর আখালিয়া নোয়াপাড়াস্থ নিজ বাসার পার্শ্ববর্তী মসজিদে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরন করেন ( ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী -সন্তান ও আত্মীয় – স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।আজ ৪ ঠা সেপ্টেম্বর রোজ শুক্রবার সকাল ৮ ঘটিকার সময় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু তাহের (৮০) এর প্রথম নামাজে জানাজা নিজগ্রাম উত্তর কামলাবাজে অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় জানাজা বাদ জুম্মা সিলেট মহানগরীর আখালিয়া নবাবী জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে সিলেটের জালালাবাদ থানার সাব ইন্সপেক্টর শাহজাহান এর নেতৃত্বে এক দল চৌকস পুলিশ গার্ড অব অর্নার প্রদান করেন।
    এসময় সিলেট জেলা মুক্তিযোদ্ধা কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধরন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস শহীদ খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আখতারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ সুয়েব আহমদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মনাফ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মুকিত ও রাজনৈতিক, সামাজিক ও পরিবার, আত্বীয় স্বজন সহ প্রায় পাঁচ শতাধিক মুসল্লীয়ামল কেরাম। পরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু তাহের (৮০)এর মরদেহ নবাবী জামে মসজিদ সংলগ্ন কবর স্থানে দাফন করা হয়েছে।

    0Shares

    আরও খবর

    Sponsered content