• মৌলভীবাজার

    মৌ’বাজার জেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যুতে আলহাজ্ব মতিউর রহমানের শোক প্রকাশ

      প্রতিনিধি ১৮ আগস্ট ২০২০ , ৪:০৩:৪৭ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার।। মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক, মৌলভীবাজার ৩ আসনের সাবেক এমপি, সাবেক হুইপ, সদ্য স্বাধীনতা পদকে ভূষিত আজিজুর রহমানের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মতিউর রহমান।

    এক শোক বার্তায় আলহাজ্ব মতিউর রহমান বলেন- আমার প্রিয় বন্ধু আজিজুর রহমান ব্যক্তিজীবনে ছিলেন একজন সৎ, বিচক্ষণ, ধার্মিক ব্যক্তিত্বের অধিকারী।

    বাংলাদেশ আওয়ামী লীগের এই নিবেদিত প্রাণ নেতার অবদান বহুমুখী।
    বিশেষ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পরে সিলেট বিভাগে বাংলাদেশ আওয়ামী লীগকে পুনর্গঠন করার ক্ষেত্রে তার অবদান ছিল অপরিসীম ।
    তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
    পরম করুনাময় মহান রাব্বুল আল আমিন আল্লাহ পাক যেন উনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।

    শোকাহতঃ-
    আলহাজ্ব মতিউর রহমান
    সভাপতি
    বাংলাদেশ আওয়ামী লীগ
    সুনামগঞ্জ জেলা শাখা।

    আরও খবর

    Sponsered content