• মাদকদ্রব্য উদ্ধার/আটক

    সুনামগঞ্জ সীমান্তে চোরাই পথে আসা ভারতীয় মদ ও কয়লা আটক

      প্রতিনিধি ৯ আগস্ট ২০২০ , ৪:১৫:২৯ অনলাইন সংস্করণ

    আমির হোসেন, তাহিরপুর প্রতিনিধি।।সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধীনস্থ বিজিবির বিওপির টহল দল এক বিশেষ অভিযান চালিয়ে সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ভারতীয় চোরাই পথে আসা অবৈধ মদের চালান ও কয়লা আটক করেছে বিজিবি ।

    তাহিরপুর উপজেলার লাউরগড় বিওপির টহল দল রবিবার (৯ আগস্ট) দুপুর আড়াইটার সময় আন্তর্জাতিক সীমান্ত পিলার ১২০৩/২-এস এর নিকট থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী থেকে ১৬,২৫০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ২ লক্ষ ১১ হাজার ২৫০ টাকা।

    সুনামগঞ্জ সদর উপজেলার আশাউড়া বিওপির টহল দল ৮ আগস্ট শনিবার ৭:৪০মিঃ সীমান্ত পিলার ১২২২ এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সদর উপজেলার ২নং রংঙ্গারছড়া ইউনিয়নের পশ্চিম আশাউড়া নামক স্থান হতে ৪১ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৬১,৫০০/- টাকা।

    অপরদিকে বিশ্বম্ভরপুর উপজেলার
    মাছিমপুর বিওপির টহল দল ৮ আগস্ট শনিবার ১১ ঘটিকায় সীমান্ত পিলার ১২০৯/২-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলা ৩নং ধনপুর ইউনিয়নের গামারীতলা নামক স্থান হতে হতে ৪৪ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৬৬,০০০/- টাকা।

    সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মাকসুদুল আলম গনমাধ্যমকে এর সত্যতা নিশ্চিত করেন । তিনি আরও বলেন আটককৃত ভারতীয় কয়লা শুল্ক কার্যালয় ও মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।

    আরও খবর

    Sponsered content