• লিড

    উন্নয়ন এর অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই, জগন্নাথপুরে পরিকল্পনা মন্ত্রী

      প্রতিনিধি ৪ আগস্ট ২০২০ , ৫:৩৯:৩৬ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, মরনব্যাধী করোনাভাইরাস কোভিট-১৯ এর সংকটময় মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় বর্তমান সরকার গুরুত্বের সহিত নানামূখী পদক্ষেপ গ্রহণ করার ফলে বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশে কোভিটে আক্রান্ত ও মৃত্যুর হার কম হয়েছে।

    তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী সিদ্ধান্তের ফলে বিশ্ব মন্দার মধ্যেও বাংলাদেশ সফল ভাবে এগিয়ে যাচ্ছে। উন্নয়ন এর অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই । ৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়ার পর জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষমতাকালীন সময়ের পর বর্তমানে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাকালীন সময় বাংলাদেশকে মর্যাদার উচ্চ আসনে অধিষ্ঠিত করেছে।
    সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামা লীগ আয়োজনে আজ ৪ ঠা আগষ্ট রোজ মঙ্গলবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল কাইয়ুম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত ঈদ পূর্নমিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান। এতে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সিদ্দিক আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জেলা পরিষদ সদস্য মাহাতাবুল হাসান, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সফিকুল হক, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক প্রমুখ।
    এর আগে পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান এর সভাপতিত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় যোগদান করেন। পরে তিনি বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ ও উপজেলা পরিষদ চত্বরে একটি আম গাছের চারা রোপন করেন।

    আরও খবর

    Sponsered content